শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরে কলকাতা শহরে পা পড়তে চলেছে লিওনেল মেসির। 2022 সালে কাতারে বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। এই মুহূর্তে বিশ্বচ্যাম্পিয়ান তাঁর দল। কলকাতা শহরেও ফুটবলপ্রেমীদের পাশাপাশি মেসি ভক্তদের সংখ্যা খুব একটা কম নয়। সেই কারণেই, এলএমটেনের আগমন কে ঘিরে এই মুহূর্তে কার্যত উন্মাদনার জোয়ার শহর তিলোত্তমায়। কলকাতা ছাড়াও ভারতের আরও দুটি শহরে আসবেন বাঁ পায়ের জাদুতে বিশ্ব কাঁপিয়ে দেওয়া এই ফুটবলার। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে মেসির কলকাতা শহরে আসার দিন। মেসি ভক্তরা অপেক্ষা করছেন কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে এই আর্জেন্টাইন ফুটবলার কে দেখার জন্য টিকিটের কী খরচ হতে চলেছে সেই বিষয়টি জানার জন্য। ইতিমধ্যেই এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত।
প্রসঙ্গত, শতদ্রু দত্তের উদ্যোগেই ভারতে পা রাখছেন এই কিংবদন্তী ফুটবলার। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কলকাতায় মেসির ইভেন্টটির টিকিটের প্রারম্ভিক মূল্য ঘোষণা করেছেন শতদ্রু। কলকাতা শহরের বুকে মেসি কে দেখতে হলে ন্যূনতম কত টাকা খরচ করতে হবে তাঁর ভক্তদের? দেখে নিন-
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শতদ্রু দত্ত জানিয়েছেন, শহর কলকাতায় মেসির যে ইভেন্টটি যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে, সেটির টিকিটের মূল্য শুরু হবে 3250 টাকা থেকে। তবে, জিএসটি বাদে। এই মূল্যের সঙ্গে যে সমস্ত ক্রীড়াপ্রেমীরা টিকিট কাটবেন, তাদের বাড়তি জিএসটিও প্রদান করতে হবে। ফলে, কলকাতা শহরে মেসির দর্শন পাওয়ার খরচ খুব একটা কম হবে না। গ্রেটেস্ট অফ অল টাইম কে দেখতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে ফুটবলপ্রেমীদের।
{link}
একইসঙ্গে টিকিট কাটার ক্ষেত্রে সীমাও বেঁধে দেওয়া হয়েছে। একজন ব্যক্তি চারটির বেশি টিকিট কাটতে পারবেন না। মূলত টিকিটের উচ্চ চাহিদার উপর লক্ষ্য রেখে কালোবাজারি আটকাতেই এই পদক্ষেপ। শতদ্রু দত্ত নিজের পোস্টে আরও উল্লেখ করেছেন যে, অক্টোবর মাসের 9 তারিখ দুপুর 2 টো থেকে টিকিটের বিক্রি শুরু হতে চলেছে। অর্থাৎ, চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকেই কলকাতা শহরর এই ইভেন্টটির টিকিট বুক করার সুযোগ পাবেন ক্রীড়াপ্রেমী ও মেসিভক্তরা।
তবে, শতদ্রু দত্তের এই ঘোষণার পরেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে টিকিটের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্যণীয় হয়েছে। একাংশ এই দাম নিয়ে সন্তুষ্ট হলেও, অপর অংশের মতে, এই দাম কার্যত নাগালের বাইরে চলে গিয়েছে। তবে, শহরে মেসির আগমন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা যে তুঙ্গে উঠেছে, এই বিষয়টি স্পষ্ট।
{ads}