header banner

Indian cricket team: অস্ট্রেলিয়ায় পাড়ি দিতে হবে গম্ভীর বাহিনীকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সদ্য নিউজিল্যান্ড সিরিজে এভাবে হেরে যাওয়ার পরে স্বাভাবিক কারণেই এখন ভারতীয় ক্রিকেট টিমের মনোবেল এক রকম তলানিতে। সেই অবস্থায় সামনে আছে অস্ট্রিলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফি। কিন্তু তার আগে দেশের মাটিতে কিউয়িদের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া।

[link}

স্বাভাবিকভাবেই, সেই চাপ মাথায় নিয়েই অস্ট্রেলিয়ায় পাড়ি দিতে হবে গম্ভীর বাহিনীকে। রানে ফিরতে হবে রোহিত-বিরাটকেও। সকলের জন্য কপিল দিলের মৌখিক বুস্টার।ভারতীয় টিমকে আবার জাগিয়ে তুলতে কপিল একটি বিদেশি সংবাদ মাধ্যমকে বলেন, "নিজেদের মতো খেলতে বলব ওদের। রোহিত আর বিরাট গত ১৫ বছর ধরে নিজেদের প্রমাণ করেছে। ওরা সেরাদের মধ্যে পড়ে। তবে মাঝেমধ্যে একটু বেশি মনোযোগ দিতে হবে।

{link}

আমি শুধু বলব মাঠে যাও, মজা করো, নিজেদের খেলা খেলো। আগের সিরিজে কী হয়েছে ভুলে যাও।” সকলেই মনে করেন কপিলের এই উৎসাহ পেয়ে তারা আবার ফিরে আসবেন খেলার মধ্যে।

{ads}

news breaking news cricket matches test series Indian cricket team সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article