header banner

কলকাতায় দেবী শেঠী, কালকেই বাড়ীর পথে প্রিন্স অফ ক্যালকাটা

article banner

হঠাৎ কেন এমন হল ভারত তথা বিশ্ববাসীর আবেগের। দাদার এই অবস্থার জন্য মনখারাপের ছায়া পড়েছিল দাদার ভক্তদের মধ্যে। তবে কালকের পর মহারাজের ভালো থাকার খবর পেয়ে হাঁফ ছেড়েছেন সবাই। আজ দেশের প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠী উডল্যান্ডে দেখতে এসে সাংবাদিকদের স্পস্ট জানান দেন যে তদের প্রিয় দাদা এখন সম্পূর্ণ ভাবে সুস্থ রয়েছেন। অ্যাঞ্জিওপ্লাস্টির পর তিনি ইচ্ছা করলে একটা আস্ত প্লেনও চালাতে পারেন তিনি। তার ডান দিকের ধমনিতে যে প্রধান ব্লকেজ আছে তা ঠিক করে দেওয়া হয়েছে; অপর দুটি ধমনিতে যে ব্লকেজ রয়েছে সেখানে এখনই স্টেইন বসাতে হবে না। আগামীকাল হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও তিনি হাসপাতালের ডাক্তার ও নার্সদের নজরদারিতে থাকবেন।


আজ সকালে মোট ১৫ জন ডাক্তারদের নিয়ে মেডিকেল টিম নিয়ে আবার বৈঠক হয় সৌরভের আঙ্গিওপ্লাস্টি করা হবে কিনা। সেই ক্ষেত্রেও দেবী শেঠী জানিয়েছেন এখনই তা করা হবে না, তা করা হতে পারে এক দুই সপ্তাহ পরে। একই সাথে তিনি আরও বলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার হার্ট সম্পূর্ণভাবে সতেজ রয়েছে এবং তিনি আগামী দিনে সাধারণ মানুষের মতোই সুস্থ ভাবে জীবনযাপন করতে পারবেন। পাশাপাশি তিনি হাসপাতাল  ধন্যবাদ জনিয়েছেন সঠিক সময়ে সঠিক সিধান্ত গ্রহনের জন্য। ২রা জানুয়ারি বেলা ১১ টার সময়ে হঠাৎই বুকে চেস্ট পেইন হয় সাথে বমি বমি ভাব হতে থাকে তখন তিনি নিজেই উডল্যান্ডের ডাক্তারদের সাথে যোগাযোগ করেন। হাসপাতালের তৎপরতায় সঙ্গে সঙ্গে ওনার চিকিৎসা শুরু হয়। সৌরভের চিকিৎসায় তৎপরতার জন্য তিনি ধন্যবাদ জনিয়েছেন ডাক্তার সরোজ মণ্ডল , সপ্তর্ষি বসু , ডাক্তার পাণ্ডা সহ সবাইকে যারা সৌরভের দেখাশোনা করেছেন। সব মিলিয়ে দাদার অনুগামীদের মুখে আজ চওড়া হাঁসি, ভালো আছেন এবং সাথে সাথে গতকালই ঘরে ফিরছেন তাদের প্রিয়  খেলোয়াড়।

 

{ads}

Sourav Ganguly Devi Shetty BCCI President Indian Cricket Team Prince of Calcutta Former Indian Captain Sourav Ganguly Health News Kolkata West Bengal India

Last Updated :