header banner

North Bengal: বন্যা বিদ্ধস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ! উত্তরবঙ্গে ২২ হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন সৌরভ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতের পরে এবার উত্তরবঙ্গের বন্যা বিদ্ধস্ত মানুষের কাছে সৌরভ গাঙ্গুলি পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। জানা যাচ্ছে, ইসকনের মাধ্যমে শুকনো খাবারদাবার, চাল, ডাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী সাতদিন চলার মতো খাবার পাঠানো হচ্ছে। এই সময়ে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন প্রিন্স অফ ক্যালকাটা। এই প্রসঙ্গে তিনি বলেন, "উত্তরবঙ্গের মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এই সময়ে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। আমি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।" প্রসঙ্গত, বরাবরেরই দুঃস্থ মানুষদের সেবা করে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ প্রদানের এই উদ্যোগের লক্ষ্য ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশা লাঘব করা। এই কঠিন সময়ে আশার আলো দেখানো।

{link}

প্রসঙ্গত, প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গে ২৮ জনের মৃত্যু হয়েছে। লাগাতার বৃষ্টি হয়েছে নেপাল ও ভুটানেও। তার জেরে সেই দুই দেশ থেকে অনেক দেহ মিলেছে উত্তরবঙ্গের নদীগুলোতে। মঙ্গলবার মিরিকের দুধিয়ায় বন্যায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করেন। মিরিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ১৬ জন মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রীও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা দেব, প্রসেনজিৎ সহ টলিউড ইন্ডাস্ট্রি। এছাড়া, রাজনৈতিক দলগুলির তরফেও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। 

{ads}

North Bengal Flood Sourav Ganguly Sourav Ganguly News North Bengal News North Bengal Update Bengali News সংবাদ বন্যা সৌরভ গাঙ্গুলি

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article