header banner

কাতারের আসরে শেষ স্পেনের বিশ্বকাপের স্বপ্ন, ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে মরোক্ক

article banner

নিজস্ব সংবাদদাতা: ২০২২-এ কাতারের মঞ্চে একাধিক অঘটন ঘটিতে দেখেছে ফুটবল বিশ্ব। তবে একাধিক দল যাদের সৌজন্য ঘটেছে সমস্ত অবিশ্বাস্য মুহূর্ত, তাদের অধকাংশের দৌড় শেষ হচ্ছে শেষ ১৬-এ এসেই। পারেনি জাপান, পারেনি কোরিয়া রিপাবলিকও, তবে পারল মরোক্ক। বিশ্বকাপের মঞ্চে পুনরায় একটি অঘটন ঘটিয়ে স্পেন কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আফ্রিকার এই দেশ। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়েও খেলস রয়ে যায় গোলশূন্যই৷ টাইব্রেকারে স্পেন কে হারিয়ে ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে মরোক্ক। 

সম্পূর্ণ খেলাটিই হয়েছে অত্যন্ত টানটান এবং রুদ্ধশ্বাস। আক্রমন প্রতি আক্রমনের ঝড় বইছিল রীতিমতো। এই স্পেন আক্রমন করছিল, তো তার পর মুহূর্তেই আক্রমনে উঠে আসছিল মরোক্ক। এহেন গতিপূর্ন খেলা ইতিপূর্বে কাতারে হয়েছে কি না সে বিষয় সন্দেহ প্রকাশ করবেন ফুটবল বিশেষজ্ঞেরাও। স্পেন মানেউ, যারা বল পজিশন রেখে ডমিনেটিং ফুটবল খেলায় বিশ্বাসী, ছোট ছোট পাস, মাঝমাঠের দখল। সেই স্পেন কে মাঠে কার্যত এক ইঞ্চিও জমি ছাড়েনি মরোক্ক। মাঝমাঠের দখল নিয়ে রীতিমতো মরনপন লড়াই চলছিল।

{link} 

প্রথমার্ধের শুরু থেকেই বেশি আক্রমণে রাস্তায় হাঁটেনি স্পেন, তারা বল পজিশন রেখে খেলার উপরেই আস্থা রেকছিল। অন্যদিকে মরক্কো নির্ভর করেছিল প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলার উপর। স্পেনের বেশির ভাগ ফুটবলারই লক্ষ্য রাখছিলেন বিপক্ষের ভুলের দিকে। ফাঁকা জায়গা পেলেই আক্রমণ করবেন, এমনটাই লক্ষ্য ছিল লুই এনরিকের দলের ছেলেদের। কিন্তু মরক্কো বিপক্ষের পরিকল্পনা বুঝে ফেলেছিল। তারা একটুও ফাঁকা জায়গা দেয়নি। বক্সের বাইরে স্পেনের ফুটবলাররা পৌঁছে গেলেই ছেঁকে ফেলছিল মরক্কো। তবে প্রথমার্ধে আক্রমণের সময় উইং দিয়ে দৌড়ে স্পেনকে নাজেহাল করে দেন সোফিয়ান বৌফাল। দুর্দান্ত ড্রিবলিং, দুরন্ত কাট, অসামান্য স্কিলের দ্বারা বিপক্ষের ঘুম উড়িয়ে দেন তিনি। তাকে ধরতে কার্যত হিমশিম খেতে হচ্ছিল স্পেনের খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমনের লক্ষ্যে ঝাঁপায়। সুযোগ আসে দুই দলের কাছেই। তবে গোল করতে সফল হয়নি কেউই। 

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে প্রথমার্ধে গোলের সেরা সুযোগ আসে মরক্কোর কাছে। ওউনাহি বল বাড়িয়েছিলেন চেদিরাকে। গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ ওউনাহি। দ্বিতীয়ার্ধে সুবর্ন সুযোগ পায় স্পেন। বাঁ দিক থেকে ভেসে আসা চলতি বলে শট নেন পাবলো সারাবিয়া। কিন্তু বল পোস্টে লেগে ছিটকে যায়। শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

টাইব্রেকারে প্রথম শটে মরোক্ক গোল করে এগিয়ে যাওয়ার পর পেনাল্টি মারতে আসেন সেই পাবলো সারাবিয়া। কিন্তু এবারেও পোস্টেই আটকে যায় ভাগ্য। দ্বিতীয় শটেও গোল করে দলকে এগিয়ে দেন হাকিম জিয়েচ। কিন্তু ফের কার্লোস সোলের এবং সের্গিও বুস্কেতস, উভয়ের শটই আটকে দেন মরোক্কর গোলকিপার ইয়াসিন বোনো। স্পেনের গোলকিপার উনাই সিমন একটি পেনাল্টি আটকে দিলেও ঠান্ডা মাথায় তৃতীয় পেনাল্টি মেরে দল কে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন আর্চাফ হাকিমি। তার মায়ের আশির্বাদ সত্যিই অসম্ভবকে সম্ভব করে তুলেছে। 

{ads}

News FIFA World Cup Spain Morocco Football সংবাদ

Last Updated :