header banner

আজ ভোররাতে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ মেসিদের, ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে

article banner

আজ ভারতীয় সময় কার্যত ভোররাতে কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। অন্যদিকে ভোরের আলো ফোঁটার সময়ে মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ প্যারাগুয়ে। যদিও ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে সময়টা খুব একটা তফাৎ গড়ে বলে মনে হয় না। আজীবন বিশ্ব ফুটবলের খেলা বাঙালি রাত জেগেই দেখে এসেছে। 

{link}
আর্জেন্টিনার কাছে কলম্বিয়া বরাবরই একটি শক্ত প্রতিপক্ষ। যতবারই এই দুই দল মুখোমুখী হয়েছে, সমর্থকেরা সাক্ষী থেকেছেন সেয়ানে সেয়ানে লড়াইয়ের। কলম্বিয়ার আক্রমনভাগ ও আর্জেন্টিনার আক্রমনভাগ দুইই এককথায় অনবদ্য। একদিকে হামেস রদ্রিগেজ অন্যদিকে লিও মেসি। এর পাশাপাশি শেষ ম্যাচে চিলির বিরুদ্ধে মেসি গোল পেলেও জয় পায়নি আর্জেন্টিনা। যার ফলে এই ম্যাচে জয়ে ফিরতে মারিয়া থাকবে আর্জেন্টিনার নতুন এই তরুন ব্রিগেড। 

{link}
আবার একইভাবে ব্রাজিলের সামনে আজ প্রতিপক্ষ প্যারাগুয়ে কার্যত একটু সহজ প্রতিপক্ষ। শেষ ম্যাচে ২-০ গোলে জয় ও পেয়েছে ব্রাজিল। বিতর্কিতভাবে হলেও গোল পেয়েছেন নেইমারও। কিন্তু ব্রাজিলে এই মুহূর্তে পরিস্থিতি চূড়ান্তভাবে বিশৃঙ্খল। কোপা আয়োজন করার বিরুদ্ধে স্বয়ং ফুটবলারারাই। এই বিষয় নিয়ে দীর্ঘ জলঘোলা চলেছে বর্তমান ফুটবল বিশ্বেও। যদিও তাদের খেলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। ভারতীয় সময় ভোর ৪টে বেজে ৩০ মিনিটে খেলা আর্জেন্টিনার ও ৬টায় খেলা ব্রাজিলের। 
{ads}

sports news football Argentina Brazil Lionel Messi Neymar JR Colombia Paraguay খেলা সংবাদ মেসি নেইমার

Last Updated :