header banner

বুমরাহ অশ্বিনদের বোলিংয়ের দাপট, ১৯৫-এ অল আউট অস্ট্রেলিয়া

article banner

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে বোলারদের দাপটে দুরন্ত শুরু ভারতের। বুমরাহ, অশ্বিন দের দাপটে প্রথম ইনিংসে ১৯৫ রানেই অল আউট অস্ট্রেলিয়া। কিন্তু ব্যাটিংয়ের শুরুতেই শুন্য রানে আউট হয়ে যান ময়ঙ্ক আগরওয়াল। দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৬ রান ভারতের। ক্রিজে রয়েছেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। শুভমান গিল ৩৮ বলে ২৮ রান করেছেন, আর পুজারার সংগ্রহ ৭ রান। সবমিলিয়ে  প্রথম টেস্টে ব্যার্থতার পর দ্বিতীয় টেস্টের শুরুটা ভালোই হল ভারতের।
আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেন। কিন্তু ইনিংসের শুরুতেই বুমরার বলে ধাক্কা খায় অজি লাইনআপ। ওপেনার বার্নস ০ রানে আউট হয়ে ফিরে যান ডাগ আউটে। তারপরে ৩৫ রানের মাথায় ৩০ রানে অশ্বিনের বলে আউট হয়ে যান ম্যাথু ওয়েড। এরপরেই অস্ট্রেলীয় ব্যাটিং লাইন আপে সবচেয়ে বড় ধাক্কা দেন সেই অশ্বিন, ০ রানে আউট করে দেন স্টিভ স্মিথকে। এই প্রথম কোন টেস্ট ম্যাচে রান না করেই ফিরে যেতে হল স্টিভ স্মিথকে। উল্লেখ্য প্রথম টেস্ট ম্যাচেও স্মিথকে আউট করেছিলেন অশ্বিন। তারপরে ট্রাভিস হেড ও লেবুশানে ইনিংসের হাল ধরলেও ফের ধাক্কা দেন বুমরাহ, আউট করে দেন হেড কে। তারপরেই আজকে টিমে আসা মহম্মদ সিরাজ হাফ সেঞ্চুরি থেকে মাত্র দু রান কমে থাকা অবস্থায় আউট করেন লেবুশানে কে। এটিই সিরাজের প্রথম টেস্ট উইকেট। তারপর ক্যামেরন গ্রিনকেও আউট করেন তিনি। ইনিংসে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ, ১৬ ওভারে ৫৬ রানের বিনিময়ে ৪টি উইকেট পেয়েছেন। যার মধ্যে ৪ টি মেডেন ওভার। ৩৫ রান দিয়ে ৩ টি উইকেট পেয়েছেন অশ্বিন, সিরাজ ও জাদেজার প্রাপ্তি যথাক্রমে দুই ও একটি উইকেট। 

{ads}

Sports Border Gavaskar Trophy Australia Vs India 2nd Test Day 1 International Cricket

Last Updated :