header banner

ব্যাটিং বিপর্যয়ে প্রথম টেস্টে লজ্জার হার ভারতের

article banner

১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মাত্র ৪২ রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া। এটিই এতদিন ভারতীয় টিমের কোন টেস্ট ম্যাচে সর্বনিম্ন স্কোর ছিল। কিন্তু সেই রেকর্ড আরো কমে হয়ে দাঁড়ালো ৩৬, হ্যাঁ এটিই বর্তমানে ভারতের টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন স্কোর। আজ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৩৬ রানেই অল আউট হয়ে যায় ভারত, প্রথম টেস্টে জয়ী অস্ট্রেলিয়া।
গতকাল দিনের শেষে কার্যত চালকের আসনে ছিল ভারত, ৯ রানে ১ উইকেট হারিয়ে শেষ হয়েছিল প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। কিন্তু আজ সকালে খেলা শুরু হতে না হতেই একেবারে অন্য চিত্র, অস্ট্রেলীয় পেস বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ঝরে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপ। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কেউ ১০ রানও ছুঁতে পারেননি, সর্বোচ্চ রান ময়ঙ্ক আগরওয়ালের(৯)। ভারতীয় ব্যাটিংয়ে এইরকম দুর্দিন এর আগে কেউ দেখেনি। অস্ট্রেলিও পেস অ্যাটাক এক কথায় যেন এক অন্য মূর্তি ধারন করে আজ সকালে। প্যাট কামিন্স ১০.২ ওভার বল করে ৪ টি উইকেট পান, হ্যাজেলউড মাত্র ৫ ওভার বল করে ৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে রেকর্ড করেছেন, যার মধ্যে ৩টি ওভার মেডেন। একমাত্র মিচেল স্টার্ক কোন উইকেট পাননি। ৩৬ রানের মাথায় মহম্মদ শামি রিটায়ার্ড হার্ড হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সামনে মাত্র ৯০ রানের টার্গেট দেয় ইন্ডিয়া। দু উইকেট হারিয়ে সহজেই রান তুলে ম্যাচে জয়লাভ করে অস্ট্রেলিয়া। 
এখন ব্যার্থতা ভুলে দ্বিতীয় টেস্ট জয় করার দিকেই লক্ষ থাকবে ভারতীয় দলের।     

ভারত দ্বিতীয় ইনিংসঃ
পৃথ্বী শ  ৪(৪)
ময়ঙ্ক আগরওয়াল  ৯(৪০)
বুমরাহ  ২(১৭) 
পূজারা  ০(৮)
কোহলি  ৪(৮)
রাহানে  ০(৪)
হনুমা বিহারী  ৮(২২)
ঋদ্ধিমান সাহা  ৪(১৫)
রবি অশ্বিন  ০(১)
উমেশ যাদব*  ৪(৫)
মহম্মদ শামি   ১(৪)[রিটায়ার্ড হার্ড] 

{ads}

Sports Cricket India Vs Australia Border Gavasker Trophy 1st Test international

Last Updated :