header banner

ফের হার ইস্টবেঙ্গলের, আজ গোয়ার বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের

article banner

খারাপ সময় কাটছে না ইস্টবেঙ্গলের, মঙ্গলবারের ম্যাচে এগিয়ে গিয়েও হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩-২ গোলে পরাজয়ের সম্মুখীন হতে হল রবি ফাওলারের দলকে। টানা তিন ম্যাচ পরাজয়ের পর দশ জনে খেলেও ড্র করে করে জামসেদপুরের বিরুদ্ধে পয়েন্ট তুলেছিল লাল-হলুদ। তার ফলে মঙ্গলবার আত্মবিশ্বাসও এসেছিল লাল হলুদ শিবিরে। ম্যাচের ২৬ মিনিটে ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেয় জ্যাক ম্যাগোমা। হাফ টাইমের একদম শেষের দিকে পেনাল্টি  পায় জামসেদপুর, কিন্তু সেই পেনাল্টি দক্ষতার সাথে সেভ করে দেন দেবজিৎ মজুমদার। ফলে হাফটাইমের ফলাফল ১-০ ই থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধ খেলা শুরু হওয়ার পর ম্যাচের ৫৬ মিনিটেই স্কোরবোর্ড সম্পূর্ন পাল্টে যায়। এক মিনিটে পরপর দুটি গোল করেন হায়দ্রাবাদের আরিদানে। ম্যাচের ৬৮ মিনিটে গোল করে খেলার স্কোর ৩-১ করেন হরিচরন। ৮১ মিনিটে জ্যাক ম্যাগোমা আবার গোল করে গোলের ব্যাবধান কমান। ৩-২ স্কোরেই শেষ হয় খেলা। যার ফলে বর্তমানে পাঁচ ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের ঝাঁপিতে মাত্র এক পয়েন্ট। লিগের সর্বশেষ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। 
অন্যদিকে আজ গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। প্রথম তিন ম্যাচে টানা জয়লাভ করে দারুনভাবে লিগ শুরু করেছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। কিন্তু শেষ দুটি ম্যাচে হায়দ্রাবাদের সঙ্গে ড্র ও জামসেদপুরের কাছে হারের সম্মুখীন হতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। তার উপর দলের বেশ কিছু নির্ভরযোগ্য প্লেয়ারের চোট চিন্তায় ফেলেছে হাবাসকে। আজকের ম্যাচে দলে ফেরার সম্ভাবনা রয়েছে তিরির। তবে ভরসা যোগাবে দুই স্ট্রাইকার রয় কৃষ্ণা এবং মনবীরের গোলের মধ্যে থাকা। অন্যদিকে এফসি গোয়ারও স্ট্রাইকার ইগর অ্যাঙ্গুলো দুর্দান্ত ফর্মে রয়েছেন। স্প্যানিশ কোচ জুয়ান ফার্নান্দেজ এর কোচিংয়ে এখনও অবধি দুটি ম্যাচ জয় ও দুটি ম্যাচ ড্র করে গোয়া আট পয়েন্ট সংগ্রহ করে রয়েছে ছয় নম্বরে। মোহনবাগান দশ পয়েন্ট সংগ্রহ করে রয়েছে তিন নম্বরে। আজকের ম্যাচে পালতোলা নৌকা জয়ে ফিরতে পারে নাকি তাই দেখার। খেলা শুরু সাড়ে সাতটায়। 
{ads}

Sports East Bengal Hyderabad Fc ATK Mohunbagan FC Goa Antonio López Habas ISL Football India

Last Updated :