header banner

অ্যাওয়ে ম্যাচে ক্যাডিজের কাছে হার বার্সার, জয় পেল রিয়াল

article banner

চ্যাম্পিয়ান্স লিগে এক্ষণও অবধি অপরাজিত থাকলেও লা লিগায় কার্যত এবারে বেশ অনেকগুলি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে স্পেনের এই হেভিওয়েট দলকে। শনিবার রাতে ক্যাডিজের কাছে ২-১ গোলে হার মানল মেসির টিম। ম্যাচের একদম প্রথম দিকে আট মিনিটের ক্যাডিজের তোলা কর্নারের বল বার্সেলোনার ডিফেন্ডার অক্সার মিংগুযেজা নিজের গোলের দিকে হেড করে দেন। সেই বল দক্ষতার সাথে টার স্টেগেন আটকে দিলেও রিবাউন্ড হয়ে আসা বল জালে জড়াতে ভুল করেননি ক্যাডিজের স্ট্রাইকার আলভারো গিমিনেজ। ম্যাচের ৫৭ মিনিটে  পেদ্রো আলকালার করা সেমসাইড গোলে ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা। জর্দি আলবার করা লো ক্রস ক্যাডিজের ডিফেন্ডারের পায়ে লেগে ঢুকে যায় গোলে। ম্যাচের ৬৩ মিনিটে টার স্টেগেন আর ল্যাঙ্গলেটের ভুলের সুযোগ নিয়ে ফের দলকে লিড এনে দেয় ক্যাডিজের সাবস্টিটিউট হয়ে মাঠে নামা নেগরেডো। ম্যাচে ৮৩ শতাংশ বল পজিশন বার্সার কাছে থাকলেও সেভাবে ক্যাডিজের ডিফেন্সে কম্পন ধরাতে পারেনি গ্রিজম্যানেরা। মূলত বার্সেলোনার দল মাঝমাঠের উপরে উঠলেই প্লেয়ারদের নিচে নামিয়ে এনে তিনটে হার্ড ওয়ালের মাধ্যমে বার্সেলোনা অ্যাটাককে প্রতিরোধ করার স্ট্রাটেজি ছিল ক্যাডিজ কোচের। এছাড়াও পায়ে বল এলেই বার্সার একটা প্লেয়ারকে ঘিরে নিচ্ছিল ক্যাডিজের দুই থেকে তিনজন স্ট্রাইকার। তাও ফাঁক গলিয়ে মেসি অনবদ্য কিছু বল বাড়ালেও গোলের মুখ খুলতে ব্যার্থ হয় ব্রেথওয়েট গ্রিজম্যানেরা। তার উপর ম্যাচের মধ্যে করা ভুলের ফলেই ফের হারের মুখ দেখতে হল কোম্যানের দলকে। শেষ অ্যাওয়ে ম্যাচে জয় এসছিল ২রা সেপ্টেম্বর সেল্টা ভিগোর বিরুদ্ধে। তারপর থেকে ওসাসুনা বাদে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও গেটাফের কাছে হার ও অ্যালভেসের কাছে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে বার্সালোনা। যার ফলে লা লিগার লিগ টেবিলে বর্তমানে সাত নম্বরে নেমে এলো বার্সেলোনা। 
লিগের অন্য ম্যাচে সেভিলা কে বোনোর করা সেমসাইড গোলে ১-০ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ, লেমার এবং লিওরেন্তের করা গোলে ২-০ গোলে জয়লাভ করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। 
 

Sports FC Barcelona Cádiz CF Real Madrid La Liga International Football

Last Updated :