header banner

আজ পরীক্ষা ইস্টবেঙ্গলের, প্রতিপক্ষ নর্থ ইস্ট

article banner

লিগের প্রথম দুই ম্যাচের দুটিতেই হার, তার উপর রক্ষনের প্রধান ভরসা ড্যানি ফক্স শেষ মুম্বাই ম্যাচে চোট পাওয়ার কারনে মাঠের বাইরে।লাল হলুদের দুই স্ট্রাইকার জেজে লালপেখলুয়া এবং বলবন্ত সিং উভয়কেই এখনও অবধি ছন্দে দেখা যায়নি।এহেন অবস্থাতেই নর্থ ইস্ট ইউনাটেড এর সাথে আজ খেলা এস সি ইস্টবেঙ্গলের।কার্যত আজ টানা তিন ম্যাচে হার বাঁচানোর লড়াই কোচ রবি ফাওলারের সামনে।
অন্যদিকে প্রতিপক্ষ নর্থ ইস্ট কার্যত ভালোমতো ছন্দে রয়েছে এবারের আইএসএল-এ। যে মুম্বাই সিটি এফসি ইস্টবেঙ্গলকে শেষ ম্যাচে তিন গোলে পরাজিত করেছে সেই মুম্বাইকেই হারিয়ে এবারের লিগ শুরু করেছিল নর্থ ইস্ট। নুস কাসনোভার কোচিংয়ে কেরল ব্লাস্টার্স ও এফসি গোয়াকেও আটকে দিয়েছে এই দল। নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ মূলত আক্রমনাত্বক ফুটবলের রণনীতিতে দলকে পরিচালনা করেন। যার ফলে আজ কার্যত যথেষ্ট কঠিন প্রতিপক্ষ লাল হলুদের সামনে। 
এমনিতেই বেশ অনেকটা নড়বড়ে দেখাচ্ছে লাল-হলুদের ডিফেন্স, তার উপর ড্যানি ফক্সের অনুপস্থিতি, এই অবস্থাতে ম্যাচে ডিফেন্সে বাড়তি সাহায্য করার দায়িত্ব থাকবে মাঝমাঠের খেলোয়াড়দের উপর। খেলতে পারেন বিদেশী খেলোয়াড় জেশুয়া আমাদি। লাল হলুদের ডিফেন্স আজ নর্থ ইস্টের আক্রমনের ঝড় সামলে উঠতে পারে কি না তাই লক্ষের বিষয়। আজ খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। 
{ads}

Sports Football ISl SC Eastbengal VS North East United FC India

Last Updated :