header banner

আজ রাত থেকে শুরু ইউরো কাপের মহারন, প্রথম ম্যাচে মুখোমুখী ইতালি ও তুর্কি

article banner

আজ রাত থেকে শুরু হচ্ছে ইউরোপ ফুটবলের আন্তর্জাতিক দেশগুলির মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। শুরু হচ্ছে ইউরো কাপ ২০২১। আজ ইউরো কাপের প্রথম ম্যাচে মুখোমুখি ইতালি ও তুর্কি। রবার্তো মানচিনির ইতালি এবারে কার্যত এই টুর্নামেন্টের আন্ডারডগ। ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যার্থ হওয়া ইতালি এখন নিজেদের সম্পূর্নরুপে পরিবর্তন ঘটিয়ে কার্যত এক অন্য দল। তার পাশাপাশি তুর্কিও যুব প্রতিভাদের নিয়ে চমক দেখাতে প্রস্তুত। 

{link}
উল্লেখ্য বিষয় বিশ্বকাপের মাঝে প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় এই প্রতিযোগিতা। সেই অনুযাই ২০২০ সালে আয়োজিত হওয়ার কথা হলেও করোনার প্রকোপে এই প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি। তাই এটি পিছিয়ে গিয়ে আয়োজিত হচ্ছে ২০২১ সালের জুন থেকে জুলাই মাস পর্যন্ত। মোট ৬টি গ্রুপের ২৪ টি দলের মধ্যে হবে গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু হবে নক আউট পর্ব। ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ই জুলাই। 


এ থেকে এফ পর্যন্ত মোট ৬ টি গ্রুপের মধ্যে এফ গ্রুপটিকে ক্রীড়া বিশেষজ্ঞেরা গ্রুপ অফ ডেথ বলে অভিহিত করেছেন। কারন এই গ্রুপে একই সাথে রয়েছে ফ্রান্স, জার্মানি পর্তুগাল ও হাঙ্গেরি। এছাড়া গ্রুপের লড়াই সত্যিই খুবই কঠিন হতে চলেছে। 

{link}
ফিফা ফুটবল বিশ্বকাপের পর এই ফুটবল প্রতিযোগিতাটি ফিফা ফুটবল বিশ্বকাপের পর পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছেও এর জনপ্রিয়তা বিপুল। রাত জেগে এই খেলা দেখার জন্য মানুষ অপেক্ষা করে বহু সময় ধরে। সেই অপেক্ষার অবসান। আর তার পাশাপাশি বাঙালি ক্রীড়াপ্রেমীদের রাত জাগা শুরু। সমস্ত খেলা সনি টেন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

{ads}

Sports News Euro Euro Cup UEFA Euro 2021 Football Italy Italy vs Turkey Turkey UEFA সংবাদ খেলা ইউরো কাপ ইতালি

Last Updated :