header banner

Bangladesh Election: রাজনীতিতে নয়া মোড়! ১৭ বছর পর জন্মভূমিতে ফিরছেন খালেদা পুত্র তারেক

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেতা এই মুহূর্তে খুবই অসুস্থ। অন্যদিকে বাংলাদেশের সাধারণ নির্বাচন একদম দুয়ারে বলা যায়। আর ঠিক সেই পরিস্থিতিতেই খালেদা পুত্র দেশে ফিরছেন - যা খুবই তাৎপর্যপূর্ণ। সব ঠিক থাকলে ১৪ বছর পরে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় নামবেন তিনি। তাঁর আগমনকে স্মরণীয় করতে এখন আয়োজন তুঙ্গে বিএনপি শিবিরে। আগেই দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্তাব্যক্তির কথায় ইঙ্গিত ছিল, ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে। এবার তাঁর আগমনে নির্বাচনী ‘খেলা’ আরও জমবে বলে মত ওয়াকিবহাল মহলের। আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

{link} 

  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির শুক্রবার রাতে এই খবর নিশ্চিত করেছেন। এই ঘোষণার পর দলের নেতা-কর্মীরা নতুন করে চাঙ্গা হয়েছে। বিএনপির নেতারা জানিয়েছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ তারেককে স্বাগত জানাতে ঢাকায় জমায়েত করবেন। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশান, বনানী পর্যন্ত বিস্তৃত এলাকায় জনসমাগম ঘটবে।

{ads}

Bangladesh News Bangladesh Bangladesh Election Update Bengali News Tarek Rahman News Update BNP News Update বাংলাদেশ নির্বাচন খবর আওয়ামি লিগ বিএনপি

Last Updated :

Related Article

Latest Article