শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) পুরুষেরা ক্রিকেটের যতটা এগোতে পেরেছে মহিলারা এখনো পর্যন্ত সেভাবে এগোতে পারে নি। তবে আপ্রাণ চেষ্টা করে চলেছে। আগামী ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত লাহোরে (Lahore) অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। মেগা টুর্নামেন্টটির মূল পর্বে জায়গা পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ নারী দলও বাছাইয়ে অংশ নিতে যাচ্ছে।
{link}
ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আর এই সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাবেন জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম্পও (David Hemp)। কাজ করবেন নারী দলের ব্যাটিং ইউনিট নিয়ে। এর আগে প্রধান কোচ সারোয়ার ইমরানের নেতৃত্বে আগামীকাল (শনিবার) থেকে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প। যা চলবে ১ এপ্রিল পর্যন্ত।
{link}
এদিকে বাছাইপর্বে দলের সঙ্গে থাকবেন না কোনো পেস বোলিং কোচ। স্পিন কোচ হিসেবে থাকবেন ধীনুকা। ছাড়া নতুন করে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আশিক মজুমদার। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে আগামীকাল প্রথম দিনের অনুশীলন দিয়ে মাঠে থাকবেন সব কোচ। ৩ এপ্রিল বাছাইপর্ব খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
{ads}