header banner

রাজপুত্র-হীন বিশ্ব ফুটবল

article banner


রাজপুত্রের সিংহাসন আজ শূন্য, চলে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়োগো আর্মান্দো মারাদোনা। আজ আর্জেন্টিনার বুয়ানেস আইরেসের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন তিনি। কয়েকদিন আগেই তিরিশে নভেম্বর গোটা বিশ্বে তার জন্মদিন পালন করা হয় ,নভেম্বর মাসেই ষাট বছর বয়েসে বিশ্ব ফুটবল হারালো তার অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়কে। 
ফুটবলে তার পায়ের জাদুতে মুগ্ধ হননি এমন মানুষ পৃথিবীতে বিরল। তার 'হ্যান্ড অফ গড 'এর গোল হোক কিংবা ফিফার দ্বারা ভোটিংয়ে নির্বাচিত হওয়া তার করা শতাব্দির সেরা গোল সব কিছুতেই জড়িয়ে আছে অফুরন্ত আবেগ। পেলের সাথে যদি বিশ্বে আর কোন প্লেয়ারের তুলনা করা হয়ে থাকে, তিনি সেই মারাদোনা। মারাদোনা মানেই অসম্ভবকে সম্ভব করে তোলা, সে ১৯৮৬ তে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ান করাই হোক কিংবা নেপোলির মতো ক্লাবকে জনপ্রিয়তার শীর্ষে যাওয়া। মাঠের ভিতরে হোক বা মাঠের বাইরে সব ক্ষেত্রেই মানুষ হিসাবে তিনি অতুলনীয়। এসেছিলেন কলকাতাতেও, সল্টলেকে তাকে দেখার জন্য মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শেফিল্ড টাইমস তার প্রয়ানে গভীরভাবে শোকাহত। কিন্তু শেফিল্ড টাইমস বলছে তিনি অমর, তিনি অমর পৃথিবীর সমস্ত ফুটবলপ্রেমীদের হৃদয়ে, তিনি অমর তার করে যাওয়া গোলে, তিনি অমর তার খেলায় ,তিনি অমর তার কীর্তিতে, তিনি অমর কারন তিনি মারাদোনা। এ বিশ্ব তোমায় ভুলছেনা,এ বিশ্ব তোমায় ভুলবেনা! তিনি রাজপুত্র, তার সিংহাসনে তার যায়গা কেউ দখল করতে পারবেনা। এ বিশ্বে ফুটবলের রাজপুত্র একটাই, তার সিংহাসনও একটাই।{ads}

The Prince of football Diego Maradona Football Argentina 1986 World Cup Barcelona Nepoli Kolkata India Football Diego Maradona no more

Last Updated :