header banner

বিশ্বজুড়ে ২১৫ মিলিয়ান ফ্যানের স্বপ্ন, জার্সিতে ষষ্ঠ তারার লক্ষ্যে কাতারে নামবে ব্রাজিল

article banner

নিজস্ব সংবাদদাতা: নেইমারের পায়ের জাদু, সবুজ হলুদ পতাকায় মোড়া স্টেডিয়া। ব্রাজিল দেশ একটি হলেও তার সমর্থন বিশ্বজোড়া। পাঁচবার বিশ্বকাপ জয়ের নজির একমাত্র দখলে রেখেছে পেলের দেশই। কাতার বিশ্বকাপের এই বছরের অন্যতম শক্তাশালী দল নেইমারের ব্রাজিল। আক্রমণভাগ থেকে শুরু করে রক্ষনভাগে রয়েছেন দাপুটে নাম করা সমস্ত খেলোয়াড়েরা। তারুন্য ও অভিজ্ঞতায় ভরপুর এই দল এবারে চ্যাম্পিয়ান হওয়ার অন্যতম দাবিদার। নেইমার জুনিয়ারেরও এটি শেষ বিশ্বকাপ। সেই ক্ষেত্রে ব্রাজিল যে রীতিমতো বিশ্বকাপের জন্য ঝাঁপাবে তা স্পষ্ট। 

{link}

এক ঝলকে ব্রাজিলের স্কোয়াডঃ 

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানসিটি), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: ব্রেমার (জুভেন্টাস), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ) মারকুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি), দানিলো (জুভেন্টাস), ড্যানিয়েল আলভেস (পুমাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিয়া)

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যান ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যান. ইউনাইটেড), লুকাস পাকেটা (ওয়েস্ট হ্যাম)

ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যান ইউনাইটেড), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), নেইমার জুনিয়র (পিএসজি), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম), রড্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

দলের শক্তি:


1. দুরন্ত আক্রমনভাগ, একাধিক বর্তমান ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ ইন ফর্ম খেলোয়াড়েরা রয়েছেন। গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, অ্যান্টনি, রাফিনহা প্রত্যেকেরই দুরন্ত গতি ও স্কিলে দক্ষতা চোখে পড়ার মতো। এই আক্রমনভাগ যে যে কোন দলের ডিফেন্সের কাছে আতঙ্ক তা স্পষ্ট
2. অভিজ্ঞতা, দলে একাধিক অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। দানি আলভেস, ক্যাসেমিরো, নেইমারের মতো অভিজ্ঞতা বিপুল গুরুত্ব বহন করে 
3. ডিফেন্সে থিয়াগো সিলভা, মার্কুইনহোস ও এদের মিলিতাও-এর মতো খেলোয়াড়দের উপস্থিতি
4. গোলপোস্টের নিচেও একাধিক দুরন্ত নাম রয়েছেন। এলিসন, এডারসনের মতো দাপুটে গোলকিপারের অস্তিত্ব 


দুর্বলতাঃ 
এতো দুরন্ত খেলোয়াড়ের মধ্য থেকে ব্রাজিলের কোচ তিতে-র পক্ষে প্রথম একাদশ নির্বাচন করা বেশ কঠিন কাজ। আক্রমনভাগে অতিরিক্ত ভ্যারিয়েশন বোঝাপড়ার অভাব ডেকে আনতে পারে। মাঝমাঠ তুলনামুলকভাবে আক্রমণভাগ ও রক্ষনভাগের তুলনায় দুর্বল। ক্যাসেমিরোদের উপর চাপ থাকবে অনেকটাই  
স্টার খেলোয়াড়: নেইমার জুনিয়ার। আপনার কি মতামত? কোন শক্তি বা দুর্বলতা চোখে পড়েছে আপনার ফুটবল মস্তিষ্কে? জানান আমাদের- নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ কি জয় করতে সক্ষম হবে ব্রাজিল? 

{ads}

news Brazil Football Fifa World Cup Qatar sports সংবাদ

Last Updated :