header banner

দেশের হয়ে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ান মেয়ে, আনন্দে উৎসব হাওড়ার বালিটিকুরীতে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: অনুর্ধ-১৯ মহিলাদের বিশ্বকাপ ফাইনালে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার খবরে এখন গোটা দেশজুড়েই উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসের ঢেউ এসে পৌঁছেছে হাওড়া শহরেও।  দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হাওড়ার হৃষিতা বসুর বাড়িতেও এখন বাঁধভাঙা উল্লাস। বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে পরিবার থেকে পাড়া-প্রতিবেশীরা। চলছে মিষ্টিমুখ। বাড়ির সামনে আনন্দে বাজি পোড়ানো চলছে। হৃষিতা বসু অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট দলের সদস্যা এবং দলের উইকেটরক্ষক ব্যাটার।

{link}

পরিবার সূত্রে খবর, এলআরএস অ্যাকাডেমির ক্রিকেটার হৃষিতা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি হয় ভারত বনাম ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল আইসিসি। সেই বিশ্বকাপই চ্যাম্পিয়ান হয়েছে ভারত। হাওড়ার বালিটিকুরী বিবেকানন্দ পল্লীর মেয়ে হৃষিতা বসু হাওড়া সেন্ট থমাস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। তার এই জয়ে হাওড়ার বুকে যেন পুনরায় ফিরে এলো সেই অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে সোনা পাওয়ার ছবি। 

{ads}

news cricket World Cup Howrah West Bengal সংবাদ

Last Updated :