header banner

মধ্যরাতের সূর্যাস্তে শূন্য ফুটবল সম্রাটের সিংহাসন, প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলে

article banner

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যরাতে সূর্যাস্ত, আপামর ফুটবল বিশ্ব এবং ফুটবলপ্রেমীরা তার খেলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বসিয়েছিলেন ফুটবল সম্রাটের সিংহাসনে। দীর্ঘ সময়ে শেষে অবসান হল সেই সম্রাটের রাজত্বের, ফুটবল সম্রাটের সিংহাসন আজ শূন্য। ৮২ বছর বয়সে প্রয়াত হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, ফুটবল সম্রাট পেলে। পাড়ি দিলেন নিজের কাছের বন্ধু দিয়োগো আর্মান্দো মারাদোনার দেশে। ফুটবল জগতে অবসান ঘটল এক স্বর্নযুগের। 

২০২১ সাল থেকে অন্ত্রের ক্যানসারে আক্রান্ত পেলে। কাতার বিশ্বকাপের সময় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৯ নভেম্বর তাঁকে  সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেই খবরে ফুটবল তথা ক্রীড়াবিশ্বের সর্বাধিক জনপ্রিয় উৎসবের আবহের ফুটবলপ্রেমীদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। গত ২২ ডিসেম্বর ক্যানসারের প্রকোপ হঠাৎ বেড়ে যায়। তার মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়েছিল। তিনি নিজে বার্তা দিয়েছিলে যে তিনি ভালো আছেন। ডাক্তারদের পরামর্শ মেনে বাড়ি ফেরা হয়নি। বড়দিনে এ বছর হাসপাতালেই কাটিয়েছিলেন পেলে। বিছানায় অসুস্থ বাবাকে জড়িয়ে ধরে ছবি গণমাধ্যমে পোস্ট করেছিলেন তাঁর কন্যা কেলি। গত শনিবার হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তাঁর ছেলে এডিসনও। গত কয়েকদিন ধরে পরিবারের লোকেরা হাসপাতালে তাঁর পাশেই ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ডাক্তাররা সুস্থ করে তুলতে পারলেন না ফুটবল সম্রাটকে। চিরনিদ্রার দেশে চলে গেলেন পেলে। পড়ে রইল ফুটবল মাঠে তার অনন্য কীর্তির সিংহাসন। 

{link}

পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। সে নামে অবশ্য বিশ্ব তাঁকে চেনেনি। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই। মোজার মধ্যে কাগজ ঢুকিয়ে বল তৈরি করে খেলা ছেলেটাই হয়ে ওঠেন ফুটবল বিশ্বের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। 

‘ফিফা’ ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর ‘শ্রেষ্ঠ’ ফুটবলার। তবে ইন্টারনেটে সাধারণ ফুটবলপ্রেমীদের ভোট গিয়েছিল দিয়েগো মারাদোনার পক্ষে। ফিফা শেষ পর্যন্ত যুগ্ম ভাবে শতাব্দীসেরা ঘোষণা করে দু’জনকেই। মারাদোনা ২০২০ সালে ৬০ বছর বয়সে প্রয়াত হন আচমকাই। এ বার পৃথিবীর খেলার মাঠকে বিদায় জানিয়ে বিদায় নিলেন পেলে। একটা গোটা জেনারেশন, কলকাতার বুকে যাদের খেলা দেখে ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত হয়ে উঠেছিল সেই মানুষ, সেই নক্ষত্রেরা বিদায় নিলেন ফুটবল মাঠের মহাকাশ থেকে। রেখে গেলেন গ্যালারি ভর্তি অবাক হয়ে দেখতে থাকা দর্শকদের মাঝে সবুজ ঘাসে ইতিহাস সৃয়করা তাদের সমস্ত অনন্য মুহূর্ত.....  যা আজীবন প্রেরনা জোগাবে ভবিষ্যৎ ফুটবলের তারকাদের, যা বুকে করে আজীবন আগলে রাখবে ফুটবল প্রেমীরা। ব্রাজিল আর্জেন্টিনার মতো দেশে এহেন খেলোয়াড়দের মৃত্যু হয় না, তাদের কাছে এহেন মানুষেরা ভগবান। 

{ads}

News football Pele Death Brazil sports সংবাদ

Last Updated :