header banner

T20 : পিএনজিকে হারিয়ে প্রথম জয় উগান্ডার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : টি-টোয়েন্টি (T20) বিশ্বকাপ খেলার  প্রথম বার সুযোগ পেয়েছে উগান্ডা (Uganda)। প্রথম ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় মিলেছে তাদের। পাপুয়া নিউগিনিকে (PNG) হারিয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল তারা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ মিলেছে তাদের, সেই সুযোগেরই সদ্ব্যবহার করলো তারা।

{link}

আফ্রিকার পূর্বভাগের এর দ্বিতীয় দল হিসাবে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। উগান্ডার বিরুদ্ধে খেলতে নেমেছিল পাপুয়া নিউগিনি। তবে বেশি রান করতে পারেনি তারা। মাত্র ৭৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাপুয়া নিউগিনি। এই রান তুলতে খুব একটা অসুবিধা হয়নি উগান্ডার ক্রিকেটারদের।

{link}

১৮.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা, ৩৩ রান করেন আলি শাহ। ম্যাচ জেতার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে উগান্ডার ক্রিকেটাররা।  ম্যাচটি জিতবার পর তাদের সেলিব্রেশন ছিল দেখবার মতো। নাচের ছন্দে দেখা যায় তাদের। নিঃসন্দেহে উগান্ডার কাছে গর্বের ব্যাপার, কারণ এই জয়, তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয়। ম্যাচটি তারা তিন উইকেটে জিতে নেয়।

{ads}

News Breaking News Cricket Cricketer T20 PNG Uganda Win World Cup celebration Africa সংবাদ

Last Updated :