সৌভিক চোঙদার
মেঘ হল, বজ্রবিদ্যুৎ ও চমকালো কিন্তু বৃষ্টি হল না, পূর্ণানন্দের বৃষ্টি বাকি রয়েই গেল ।
শেষ কুড়ি ওভারের ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে ১২ রানে পরাজিত হল । টানা দশ ম্যাচে জয়ের ফলক অবশেষে ভেঙ্গে গেল ।
তবে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে কুড়ি ওভারের সিরিজ আগেই জিতে গেছিলো ২-০ তে । কিন্তু পূর্ণ হল না সিরিজে একটা হার থেকেই গেল , শেষ ফলাফল হল ২-১।
বিরাট কোহলির ৮৫ রানের তাণ্ডব ব্যাটিং অস্ট্রেলীয় পেসারদের হৃদপিণ্ডের গতি খানিক বৃদ্ধি করলেও তা স্তব্ধ হয়েনি , জয় ছিনিয়ে নেয় চতুর বুদ্ধি যুক্ত ক্যাপ্টেনের পরিকল্পনায়। অস্ট্রেলিয়ার ১৮৬ রানের ইনিংসের লড়াইয়ে ভারত শেষ অবধি করে ১৭৪ রান ।
কে এল রাহুল এবং স্রেয়স আইয়ারের রানহীন লড়াই একটু ফিকে করে দিয়েছিল , একসময় ইনিংসের পরিচিতি লজ্জাজনক ইঙ্গিত দিচ্ছিল , কিন্তু ভারতীয় ক্যাপ্টেন এই চিত্রের টানকে অলঙ্কিত করলেন তাঁর কভার ড্রাইভে । শেষ ওভারে শার্দূল ঠাকুরের সাহস লড়াইয়ে ফিরিয়ে আনলেও ম্যাচ জেতাতে পারেনি ।
তবে ভারতীয় যুব দল অস্ট্রেলিয়ার মাটিতে এই ইঙ্গিত খনন করে গেল যে তাঁরা এগিয়ে চলেছে বৃহৎ লক্ষের দিক, যা হল বিশ্বকাপ ।
চিত্র সৌজন্যে ঃ TEAM INDIA OFFICIAL FACEBOOK PAGE