শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিরাট (Virat Kohli) আবার প্রমাণ করলো, সে অপ্রতিরোধ্য। তাকে আটকানোর ক্ষমতা নেই পাকিস্তানের। খেলার শেষে চার রান দরকার। বিরাটের রান ৯৬। চার না মারলে ৫১ তম সেঞ্চুরি হবে না। মারলেন চার। উদ্বেলিত আপামর ভারতবাসী। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত। দুবাইতে (dubai) পাকিস্তানের বিরুদ্ধে ৬ ইকেটে জয় পেল ভারত। দুরন্ত শতরান করলেন কিং কোহলি। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল।
{link}
কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ২৪১ রানেই সমাপ্ত হয় পাক দলের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৪২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল। ভারতীয় দলের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল (Shubman Gill)। দুই ব্যাটারই পরিচিত ছন্দে খেলতে শুরু করেন। আগ্রাসী মেজাজেই খেলতে শুরু করেন রোহিত ও গিল। দুই জনই দাপট দেখাতে থাকেন পাক বোলারদের উপরে। কিন্তু এই ম্যাচে বড় রান পেলেন না রোহিত। ১৫ বলে ২০ রান করে আউট হলেন। তার আগেই অবশ্য তিনটি চার এবং একটি ছক্কা মেরে দিয়েছেন। তবে শুরুটা ভালো করেও মন ভরাতে পারলেন না অধিনায়ক। শাহিন শাহ আফ্রিদির বলেই আউট হলেন। এরপর ব্যাট করতে নামলেন কোহলি বিরাট প্রত্যাশাকে সঙ্গী করেই। রোহিত আউট হওয়ার পর গিলের সঙ্গে জুটি বেধে ভারতীয় দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কোহলি। তবে অর্ধশতরান করার একটু আগেই আউট হয়ে গেলেন গিল। ৫২ বলে ৪৬ রান করে আব্রার আহমেদের বলে আউট হলেন গিল।
{link}
তবে ৩৫ রানের সময়ই গিলের ক্যাচ ফস্কান খুশদিল। কোহলি এই ম্যাচে বড় রান করার আগেই একটি রেকর্ড সৃষ্টি করলেন। একদিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন কিং কোহলি। ওডিআইতে ১৪ হাজার রান থেকে মাত্র যখন ২ রান দূরে ছিলেন তখন হ্যারিস রউফের বলে চার মেরে মাইলস্টোন সৃষ্টি করলেন। ২৮৭ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি। কোহলির সঙ্গে জুটি গড়েন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ৬২ বলে অর্ধশতরান পূরণ করেন কোহলি। এরপর কোহলি এবং শ্রেয়সের জুটিই দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৬৩ বলে হাফ সেঞ্চুরি করেন শ্রেয়স। উইকেট স্লো থাকায় খুব বেশি দ্রুতলয়ে রান করতে পারছিলেন না দুই জনে। ৬৭ বলে ৫৬ রান করে আউট হলেন শ্রেয়স। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা। রান পেলেন না পাণ্ডিয়াও। তিনি ৮ রান করেই আউট হলেন। কোহলি ১১১ বলে অপরাজিত ১০০ রান করলেন।
{ads}