header banner

WTC Final: বৃষ্টির কারনে বিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের প্রথম সেশন

article banner

আশঙ্কা ছিল আগে থেকেই। এবার সেই আশঙ্কাই সত্যি হল, বৃষ্টির কারনে ভেস্তে গেল সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের বহু অপেক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও হয়নি টস। পিছিয়ে গেছে টসের সময়েও। যার কারনে খেলা শুরু হতে এখনও অনেকটা সময় লেগে যাবে। এখনই মাঠে নামা সম্ভব হচ্ছে না বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনদের। 

{link}
আগেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছিল। প্রসঙ্গত, এই সময় আবার ইংল্যান্ডে বর্ষার মরশুম। বেশিরভাগ সময়ই বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন ঘটে। আর সাউদাম্পটনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিনই বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর সেই আশঙ্কা সত্যি করেই প্রথম দিনের প্রথম সেশনই ভেস্তে গেল। সেই দিক থেকেই চিন্তাভাবনা করে আগে থেকেই ‘রিজার্ভ ডে’ও ঘোষণা করে দিয়েছিল আইসিসি। এই পরিস্থিতিতে শুক্রবার সকাল থেকেই সেখানে বৃষ্টি হতে থাকে। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে আম্পায়াররা মাঠ পরিদর্শনেও যান। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, বৃষ্টির কারণে প্রথম সেশনে কোনওরকম খেলা হবে না। বিসিসিআইয়ের পক্ষ থেকেও টুইট করে সেকথা জানানো হয়েছে। বৃষ্টি কমলে ফের একবার মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। তারপরই খেলা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

{ads}
 

WTC WTC Final news India vs New Zealand India New Zealand Test final match Cricket Sports সংবাদ খেলা ক্রিকেট

Last Updated :