header banner

IPL 2025 : তরমুজই ক্যানভাস, আইপিএলই থিম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একেই বলে খেলাপ্রেমী মানুষ। এই মুহূর্তে IPL এ মেতে উঠেছে সারা বিশ্ব। তারই অংশ হিসাবে কাটোয়ার এক তরমুজ বিক্রেতার উন্মাদনা দেখা গেলো। মেহের আলি শেখের হাতে ছোঁয়ায় তরমুজের উপর ফুটে উঠেছে আইপিএল-২০২৫। আইপিএল ম্যাচে এখন মাতোয়ারা ক্রিকেট, রেমীরা।

{link}

আর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া (Katwa) শহরে রাস্তার ধারে বসে তরমুজ বিক্রি করেন পঞ্চাশোর্ধ মেহের আলি শেখ। তরমুজ বিক্রির ফাঁকে সরু ছুরির ফলায় তিনি তরমুজের গায়ে ফুটিয়ে তোলেন বিভিন্ন ধরনের ছবি। এই মরশুমে মেহের আলি শেখের থিম আইপিএল ২০২৫। ব্যাট, বল, থেকে বোলিং অ্যাকশন, ব্যাটিং অ্যাকশন নিখুঁত ফুটিয়ে তুলেছেন। কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকা জমজমাট বাজার।

{link}

রাস্তার ধারে বসে অনেকেই মরশুমি ফল বিক্রি করেন। গ্রীষ্মের সময় তরমুজের চাহিদা ব্যাপক থাকে। স্টেশন বাজারে রোজ তরমুজ বিক্রি করতে বসছেন মেহের আলি শেখ। বিক্রেতাদের তরমুজ বিক্রি করার পাশাপাশি তাকে দেখা যায় সদাই ব্যস্ত। একটি সরু ফলার ছুরি দিয়ে তিনি তরমুজের গায়ে ফুটিয়ে তুলছেন বিভিন্ন ছবি। মেহের আলির এই শিল্পকর্ম ক্রেতাদের বাড়তিভাবে আকর্ষণ করে।

{ads}

 

News Breaking News IPL 2025 সংবাদ

Last Updated :