header banner

পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষনা 'হোয়াইট পেলে'-র

article banner

পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষনা করলেন ‘হোয়াইট’ পেলে’। যার বাইসাইকেল কিকে করা গোল আজও সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে অন্যতম শ্রেষ্ঠ গোল হয়ে রয়েছে। ম্যাঞ্চেসটার ইউনাইটেডের অন্যতম সেরা ১০ নম্বর জার্সির মালিক ও ম্যাঞ্চেসটার ইউনাইটেডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি, আজ নিজের পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষনা করলেন। 


বর্তমানে গত দুই মাস ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ডার্বি কাউন্টির একইসাথে কোচ ও প্লেয়ারের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। শনিবার এই ক্লাবেরই টুইটার হ্যান্ডেলে এক আবেগঘন পোস্টে নিজের পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষনা করার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ফুটবল আমাএ অনেক কিছু দিয়েছে, ম্যাঞ্চেসটার ইউনাইটেডের মতো ঐতিহাসিক ক্লাবে ১৩ বছর থাকাটাই আমার কেরিয়ারের সেরা অভিজ্ঞতা। এই মুহুর্তে কোচ হিসাবে ডার্বি কাউন্টি ক্লাবকে সাফল্য এনে দেওয়াই তার প্রধান লক্ষ্য। এছাড়াও এতো বড় একটা ক্লাবের(ম্যাঞ্চেসটার ইউনাইটেড)-এর সর্বোচ্চ গোলদাতা হতে পারা অনেক বড় প্রাপ্তি ও ফুটবলকে মিস করবেন বলেও জানিয়েছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি ফুটবলার। এখন কোচ হিসাবে তিনি কতোটা সাফল্য লাভ করতে পারেন সেই দিকের লক্ষ্য থাকবে সকল ফুটবলপ্রেমীদের।


জন্মগ্রহন করেছিলেন ২৪শে অক্টোবর ১৯৮৫ সালে লিভারপুলের ক্রক্সটেথ-এ। ভবিষ্যতে সেই লিভারপুলের ডিফেন্সেই ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। লিভারপুল স্কুলবয়েজ-এ নিজের খেলা শুরু করেছিলেন তিনি। তারপর ৯ বছর বয়েসে তিনি এভার্টন ক্লাবে জয়েন করেন। ২০০২ সালে তিনি এভার্টনের মূল দলে যায়গা পান। এভার্টনের হয়ে প্রিমিয়ার লিগে অনবদ্য খেলা প্রদর্শন করেন তিনি। সেই বছরেই তিনি রেস্কহ্যামের বিরুদ্ধে জোড়া গোল করে প্রিমিয়ার লিগের সবচেয়ে কম বয়সে গোল করার নজির স্পর্শ করেন। ২০০২ সালেই তিনি বিবিসি ইয়ং স্পোর্টস পার্সোনালিটি অফ দ্যা ইয়ার নির্বাদিত হন। 
২০০৪ সালে রেকর্ড ট্রান্সফারে তিনি যোগ দেন ম্যাঞ্চেসটার ইউনাইটেডের শিবিরে। বাকিটা ইতিহাস, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ান্স লিগ সহ একাধিক ট্রফি জয়লাভ করেন তিনি। এক দিক থেকে কোন ট্রফিই বাদ পড়েনি তার ক্যাবিনেট থেকে। আজ তিনি অবসর ঘোষনা করার পরেই একের পর এক পোস্ট আসতে শুরু করে তার সতীর্থদের থেকে নানি, রিও ফার্দিনান্দ সহ একাধিক বড় তারকা ফুটবলার এ বিষয়ে পোস্ট করেছেন। 

{ads}
 

Wayne Rooney Footballer Football Coach Premiere League Manchester United Everton England Goal Goal Scorer Manchester United all time top Goal Scorer England International Football Sports

Last Updated :