শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলার কোচ সঞ্জয় সেন অসাধারণ ফুটবল বিশেষজ্ঞ। ফুটবল মাঠকে তিনি নিজের হাতের তালুর মতো চেনেন। তাই সকলের বিশ্বাস শ্রেষ্ঠ টিম তিনি বাংলাকে উপহার দেবেন। আইএফএ সচিব অনির্বাণ দত্ত এ প্রসঙ্গে জানিয়েছেন, “কোচ সঞ্জয় সেনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দল নির্বাচনে আমরা ওনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস উনি নিজের সেরাটা উপহার দেবেন বাংলার জন্য।” ১২ দল নিয়ে শুরু হবে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্ব। দু’টি গ্রুপে ভাগ করে গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বি-তে রয়েছে কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় সন্তোষ ট্রফির মূল পর্বে সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলেছে বাংলা। এছাড়াও সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক অসম। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে। এবার জমে উঠতে চলেছে আসন্ন সন্তোষ ট্রেফি।
{link}
সকলেই তাকিয়ে আছে ২১ জানুয়ারির দিকে। কারণ ওই দিন বাংলা প্রথম মাঠে নামছে নাগাল্যান্ডের বিরুদ্ধে। বাংলার পূর্ণাঙ্গ টিম হলো -
গোলকিপার: সোমনাথ দত্ত, গৌরব সাউ
ডিফেন্ডার: সুজিত সাধু, মদন মান্ডি, জুয়েল আহমেদ মজুমদার, চাকু মান্ডি, মার্শাল কিস্কু, সুমন দে, বিক্রম প্রধান
মিডফিল্ডার: বিকি থাপা, তন্ময় দাস, প্রশান্ত দাস, শ্যামল বেসরা, সায়ন বন্দ্যোপাধ্যায়, বিজয় মুর্মু, আকিব নবাব, আকাশ হেমব্রম
ফরওয়ার্ড: সুময় সোম, উত্তম হাঁসদা, করণ রাই, রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা
নাগাল্যান্ডের পরে বাংলা খেলবে - ২৩ জানুয়ারি সঞ্জয় সেনের ছেলেদের সামনে উত্তরাখণ্ড। ২৫ জানুয়ারি বাংলা বনাম রাজস্থান। ২৮ ও ৩০ জানুয়ারি বঙ্গ ব্রিগেডের সামনে তামিলনাড়ু এবং অসম। শেষবার ২০১০-১১ সালে সন্তোষ ট্রফি আয়োজন করেছিল অসম। সেবার মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা।
{ads}