header banner

Asian Games: কবাডিতে ইরানের বিরুদ্ধে ফাইনালে কি নিয়ে এতো বিতর্ক? জানুন বিস্তারিত-

article banner

Asian Games: মহিলাদের কবাডির মতো পুরুষদের কবাডিত এশিয়ান গেমসের সোনা জিতল ভারত। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইতে কঠোর প্রতিদ্বন্দ্বী ইরানকে হারিয়ে দিল ভারত। খেলার ফলাফল ভারত ৩৩ ইরান ২৯। এই নিয়ে অষ্টমবার এশিয়ান গেমসে পুরুষদের কবাডিতে সোনা জিতল ভারত। এই সোনা জেতার পর এশিয়ান গেমসে পদক সংখ্যা দাঁড়ালো ১০৩। প্রথম থেকে টানটান উত্তেজনা ছিল খেলাতে। কখনো ভারত এগিয়ে যাচ্ছে কখনো বা ইরান।

{link}

খেলার একদম অন্তিম মুহূর্তে যখন স্কোর দুটি দলের ২৮ পয়েন্ট। ভারতীয় কবাডি খেলোয়াড় পবন বাইরে চলে যান। তাকে পিছু ধাওয়া করে ইরানের তিনজন খেলোয়ার বাইরে চলে যান। পুরনো নিয়ম অনুসারে ভারত তিন থেকে চার পয়েন্ট পাবে, আর ইরান পাবে এক পয়েন্ট। নতুন নিয়ম অনুযায়ী উভয় দল সমান পয়েন্ট পাবে। রেফারি প্রথমে পুরনো নিয়ম অনুযায়ী পয়েন্ট নির্ধারণ করে। এরপর আবার রিপ্লে দেখে উভয় দলকে সমান পয়েন্ট দেয়। এরপরে ভারতীয় খেলোয়াড়রা প্রতিবাদ জানায়। এরপরে তুমুল ডামাডোল চলতে থাকে, শেষ পর্যন্ত সমস্ত কিছু বিবেচনা করে যেহেতু খেলার আগে নিয়ম সম্বন্ধে সেরকম ভাবে জানানো হয়নি পুরনো নিয়মই কার্যকর হয়। ভারতকে ৩ পয়েন্ট আর ইরানকে ১ পয়েন্ট দেওয়া হয়। যদিও এই সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে ইরান তুমুল প্রতিবাদ জানায়। তবে ইরানের প্রতিবাদ কর্ণপাত করা হয়নি। শেষ পর্যন্ত ভারত আরও দুটি পয়েন্ট নিতে সক্ষম হয় যদিও ইরান কোন পয়েন্ট পাইনি।

{ads}

news Asian Games 2023 Kabaddi Kabaddi Gold Final সংবাদ

Last Updated :