header banner

IND vs AUS : বিশ্বকাপ ফাইনালের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : যাত্রাপথটা খুব সহজ ছিল না। অস্ট্রেলিয়া মানেই ভয়াবহ প্রতিপক্ষ। কিন্তু ভারত পেরেছে। আইসিসি টুর্নামেন্টের নকআউটে অস্ট্রেলিয়া মানেই বিভীষিকা। যে আতঙ্কের বলি ভারতকে হতে হয়েছে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। মঙ্গলবার টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ ছিল অজি জুজু টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার। সেই সঙ্গে অভেদ্য অজি মিথ ভেঙে দেওয়ার। দুবাইয়ে একই সঙ্গে সেই জোড়া চ্যালেঞ্জে উতরে গেল টিম ইন্ডিয়া।

{link}

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৬৪ রান তোলে। এদিন শুরুটা ভালো হয়নি অজিদের। ম্যাচের তৃতীয় ওভারে তরুণ ওপেনার কুপারকে ফেরান শামি। কিন্তু প্রথম উইকেটের পরই সংহারক মূর্তি ধারণ করেন ট্র্যাভিস হেড। তবে হেড খুব বেশি ক্ষতি করার আগেই তাঁকে ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী। তারপরে সময়ের গ্যাপ বজায় রেখে উইকেট পতন অব্যাহত থাকে। শেষ পর্যন্ত আজিরা থামে ২৬৪ রানে। টার্গেট ২৬৫। দুবাইয়ে স্লো টার্নারে কাজটা মোটেই সহজ ছিল না। শুরুটাও বিশ্রী হয়েছিল টিম ইন্ডিয়ার। ৩০ রানে প্রথম উইকেট। ৪৩ রানে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বিদায়। অতএব পাহাড়প্রমাণ চাপ। সেই চাপের মুখে আবারও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লড়াই শুরু করলেন বিরাট (Virat Kohli)। প্রথমে সঙ্গী শ্রেয়স আইয়ার।

{link}

শ্রেয়স-কোহলির ৯০ রানের জুটি ম্যাচে ফেরাল ভারতকে। ৪৫ রানে শ্রেয়স আচমকাই আউট হয়ে গেলেন। তারপর আবার যখন জুটি বাঁধা একান্তই দরকার। এবার অক্ষরকে সঙ্গী করলেন বিরাট। ৪৪ রানের একটা দ্রুতগতির জুটি। এদিকে বিরাটের অর্ধশতরান পেরিয়েছে। অক্ষর আউট হওয়ার পর রাহুলকে নিয়ে ফের জুটি বাঁধেন তিনি। দলের স্কোর ২২৫ রান পর্যন্ত পৌঁছে দিলেন তিনি। ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলে কোহলি যখন ফিরলেন। রক্ষণ খেলা চলে এসেছে ভারতের হাতে। শুধুও সময়ের অপেক্ষা।

{ads}

News Breaking News ICC Champions Trophy 2025 IND vs AUS Virat Kohli সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article