header banner

জীবন সংগ্রামের দিন কাটিয়ে স্বপ্নপূরন, কমনওয়েলথ গেমসে অচিন্তের সোনা জয়ে উৎসব হাওড়ার আন্দুলে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ কমনওয়েলথ গেমসে ভারতের তৃতীয় সোনা এল হাওড়ার ছেলে অচিন্ত্যর হাত ধরে। রবিবার মধ্যরাতে বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ ২০২২ গেমসে ভারত্তোলনে সোনা জিতলেন হাওড়ার আন্দুল দেউলপুরের অচিন্ত্য শিউলি। ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে রেকর্ড করে সোনা জিতেছেন অচিন্ত্য। তার সোনা জয়ে হাওড়ায় উৎসবের ছবি। দীর্ঘ কঠিন সময়ের জীবন সংগ্রাম পেরিয়ে ছেলের স্বপ্নপূরনের দিনে চোখে জল মা ও দাদার। 

{link}

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন থেকে বেশ কয়েকটি পদক লাভ করেছে ভারত। দ্বিতীয় দিনে প্রথম সোনা লাভ করেছিলেন মীরাবাঈ চানু। এরপর রুপো জয় পেয়েছিলেন সংকেত মহাদেব সারগর ও বিন্দিয়ারানি দেবী এবং ব্রোঞ্জ পেয়েছিলেন গুরুরাজা পূজারি। এরপর বার্মিংহাম কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে ফের ২টি পদক লাভ করল ভারত। ভারোত্তোলনের ৬৭ কেজি বিভাগে সোনা জিতলেন জেরেমি লালরিননুনগা এবং ৭৩ কেজি বিভাগে সোনা জিতে নজির গড়লেন বাংলার ছেলে অচিন্ত্য। মোট ৩১৩ কেজি ওজন তুলে ভারোত্তোলন থেকে সোনা পান তিনি। স্ন্যাচ ইভেন্টে ভারতের ভারোত্তোলক অচিন্ত্য শিউলিই প্রথম লক্ষ্য নিয়েছিলেন ১৩৭ কেজি। যা তিনি সহজেই তোলেন। দ্বিতীয় চেষ্টায় তিনি তোলেন ১৪০ কেজি। এরপর তৃতীয় চেষ্টায় লক্ষ্য ছিল ১৪৩ কেজি। সেটাও সহজেই তুলে নেন তিনি। ক্লিন অ‌্যান্ড জার্ক বিভাগে প্রথম প্রচেষ্টায় অচিন্ত‌্য তোলেন ১৬৬ কেজি। দ্বিতীয় প্রচেষ্টায় অচিন্ত‌্য ১৭০ কেজি ওজন তুলতে গিয়েও ব‌্যর্থ হন। যদিও তৃতীয় প্রচেষ্টায় ১৭০ কেজি তুলতে সমর্থ হন অচিন্ত‌্য। এবং মোট ৩১৩ কেজি ওজন তুলে কমনওয়েলথে দেশকে তৃতীয় সোনা এনে দেন।  

{link}

অচিন্ত্যর সোনা জয়ের খবরে গর্বিত হাওড়াবাসী। অচিন্ত্যর পাড়া থেকে উঠে আসছে উৎসবের ছবি। গোটা পাড়ার মানুষ এখন উৎসবে মেতে উঠেছেন।  অচিন্ত্যর মা বলেন, খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে তাদের দিন কাটে। তার মধ্যেও প্রাকটিস চালিয়ে গেছে অচিন্ত্য। ছেলের সোনাজয়ে খুবই গর্বিত তিনি। অচিন্ত্যর দাদা জানান, এরপর অচিন্ত্যর লক্ষ্য এশিয়ান গেমস ও ২০২৪ এর অলিম্পিক। একসময় নিজে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ তাই ভাই পূরন করেছে। সত্যিই আজকের দিনটি তাদের কাছে অত্যন্ত গর্বের দিন।

{ads}

news Achinta Sheuli Commonwealth Games 2022 Weightlifting Gold Andul Howrah West Bengal India সংবাদ

Last Updated :