header banner

উরুগুয়েকে পরাজিত করে চলতি কোপায় প্রথম জয় প্রাপ্তি আর্জেন্টিনার

article banner

অবশেষে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। শনিবার ভোর ৫ ৩০ মিনিটে সুয়ারেজের উরুগুয়ের সাথে মুখোমুখি হয়েছিল মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচে নির্ধারিত সময়ের শেষে ১-০ ম্যাচে জয়লাভ করে স্কালোনির টিম। ১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন গুইডো রদ্রিগেজ। ফ্রিকিক থেকে শর্ট পাশ নিয়ে বাড়ানো মেসির বল নিখুঁত দক্ষতার জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার। যদিও আরও বড় ব্যাবধানে জয়লাভ করতে পারত আর্জেন্টিনা। বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ নষ্ট করেন লাউতারো মার্টিনেজ সহ আক্রমণভাগের খেলোয়াড়েরা। প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও অনবদ্য পারফরম্যান্স মেসির। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। 

{link}
আজকের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ৪-৩-৩ ফর্মেশনের দল সাজিয়েছিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। দলের প্রথম একাদশে বিশেষ কোন পরিবর্তন ছিল না। ম্যাচের প্রথম থেকেই দুরন্ত গতিবেগে খেলা শুরু হয়। সেইখান থেকেই ১২ মিনিটে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই ম্যাচে উল্লেখযোগ্য ভাবে ভালো প্রদর্শন করেছে আর্জেন্টিনার ডিফেন্স। যা আর্জেন্টিনার কাছে বরাবরই মাথাব্যাথার কারন। প্রথম দিকে গোল করলেও পরে সেই লিড ধরে রাখতে অক্ষম হয় তারা। সেই কারনেই শেষ ৫টি ম্যাচের ৪টি তে ড্র করেছে তারা। কলম্বিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেয়ে জেতা ম্যাচ ড্র করেছিল আর্জেন্টিনা, যদিও সেটা ছিল বিশ্বকাপ কোয়ালিফায়ার-এর ম্যাচ। আজকের ম্যাচে কিছু যায়গা প্রাক্তন ম্যান সিটি ডিফেন্ডার ওটামেন্ডিকে নড়বড়ে দেখালেও আগের থেকে অনেক বেশি শক্তিশালী দেখিয়েছে তসদের ডিফেন্স কে।  

{link}
বর্তমানে কোপা আমেরিকায় দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে মেসির দল। বাকি সব কটি ম্যাচ জিতেই নট আউট পর্বে ওঠার লক্ষ্য হবে তাদের। দি মারিয়া লিও মেসি, দে পল, পারেদেস-এর মতো খেলোয়াড়দের দুরন্ত ফর্ম লক্ষনীয় হচ্ছে খেলার মাঠে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২২শে জুন প্যারাগুয়ের সাথে।
{ads}

news Argentina Uruguay Argentina vs Uruguay Sports football Copa America Leo Messi Luis Suarez সংবাদ খেলা কোপা আমেরিকা মেসি আর্জেন্টিনা

Last Updated :