header banner

Commonwealth Games 2022: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অধরা হরমনপ্রীতদের, সাফল্য সাঁতার, বক্সিংয়ে

article banner

নিজস্ব সংবাদদাতাঃ আজ থেকে শুরু হল কমনওয়েলথ গেমস। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের এবারের নতুন সংযোজন ক্রিকেট। ভারতীয় মহিলা দলের হয়ে কমনওয়েলথ গেমসের ২২ গজে প্রথমবার নেমেই ইতিহাস গড়লেন হরমনপ্রীত কৌর। কিন্তু ব্যক্তিগত রেকর্ড তৈরি হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অধরাই রয়ে গেল ভারতের। যদিও ক্রিকেট ছাড়া বাকি ইভেন্টে শুরুটা ভালোই হয়েছে ভারতের।

{link}
শুক্রবার হেভিওয়েট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই নেমেছিলেন হরমনপ্রীতরা। নিজেদের স্বাভাবিক ছন্দেই খেলায় দেখা যায় ভারতীয় প্রমীলা বাহিনীকে। আর তাতেই নয়া ইতিহাস রচনা করেন ভারত অধিনায়ক। প্রথম মহিলা হিসেবে কমনওয়েলথের মঞ্চে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এদিন দুই ওপেনার স্মৃতি মন্ধানা (২৪) এবং শেফালি ভর্মা (৪৮) শুরুটা দুর্দান্ত করে ভারতের লড়াইয়ের ভিত শক্ত করে দেন। আর তারপর এজবাস্টনে ওঠে ‘কৌর’ ঝড়। ৫২ রানের অধিনায়োকচিত ইনিংস খেলেন হরমনপ্রীত। তাঁর মন ভাল করা ইনিংস সাজানো ছিল আটটি চার ও একটি ছক্কা দিয়ে। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৫৫ রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় অজি টপ অর্ডার। একাই চারটি উইকেট তুলে নেন ভারতের রেণুকা সিং। কিন্তু গার্ডনারের (৫২*) মারকাটারি ইনিংসের দাপটেই ম্যাচ তিন উইকেটে জয় করে নেয় অস্ট্রেলিয়া। যার ফলে সোনা জয়ের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 

{link}
তবে ক্রিকেটে ভারতের হারের দিন একাধিক খেলায় সাফল্য পেলেন ভারতীয় অ্যাথলিটরা। সাঁতারের ১০০ মিটার ব্যাক স্ট্রোকের সেমিফাইনালে উঠেছেন ভারতের শ্রীহরি নটরাজ। ভারতীয় মহিলা ও পুরুষ দলই টেবিল টেনিসের প্রথম রাউন্ড জিতে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে। অন্যদিকে পাক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রথম বাউটে জয়ী হয়েছেন ভারতীয় বক্সার শিবা থাপা।

{ads}

news Birmingham Commonwealth Games 2022 India Cricket Australia Swimming Boxing Table Tennis sports International সংবাদ খেলা

Last Updated :