header banner

জল্পনাই সত্যি, বাংলা ছেড়ে ত্রিপুরায় মেন্টর ও ক্রিকেটার হিসেবে যোগ দিলেন ঋদ্ধিমান

article banner

নিজস্ব সংবাদদাতাঃ জল্পনাই সত্যি হল ঋদ্ধিমান সাহার ক্ষেত্রে। ত্রিপুরার ক্রিকেটার কাম মেন্টর হলেন বাংলার সদ্য প্রাক্তন এই কিপার ব্যাটসম্যান। শুক্রবারই চুক্তিপত্রে সই করেছেন তিনি। বাংলার অন্যতম পরিচিত মুখ, উইকেটকিপার ব্যাটসম্যান নিজের ক্যারিয়ারের আগামী সময়ের বছরগুলি খেলবেন পড়শি রাজ্য ত্রিপুরার হয়ে।

{link}
গত সপ্তাহেই সিএবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে এসেছিলেন।  তারপর আভাস দেন ত্রিপুরায় সই করার কথা। বাংলার প্রতি একরাশ অভিমান ছিল তাঁর। ঋদ্ধি মনে করেছেন আরও সম্মান প্রাপ্য ছিল বাংলা ক্রিকেট থেকে। সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাওয়ার সময় বলেও ছিলেন, হয়তবা সমস্যার সমাধান করা সম্ভবপরও ছিল।  বাংলা ছেড়ে চলে যেতে তার মনটা খারাপ লাগছে ঠিকই, তবে তার আর কিছুই করবার ছিল না, জানায়েছিলেন ঋদ্ধি। তিনি আরো জানালেন তিনি এখন শুধুমাত্র ত্রিপুরার জন্যই ভাবতে চান, আর কিছু ভাববার সময় তার কাছে আপাতত নেই। যতদিন ক্রিকেট খেলবেন ততদিন তিনি ত্রিপুরাতেই থাকবেন বলে জানিয়ে দিলেন ঋদ্বিমান সাহা। ভারতীয় দলে ডাক পাওয়া প্রসঙ্গে ঋদ্ধি বলেন, প্রত্যেকেরই তো জাতীয় দলে খেলার আশা থাকে। রাহুল দ্রাবিড় নিজের মতো করে দল সাজাচ্ছেন। তিনি যা ভাল বুঝবেন, সেটাই করবেন। আগামী বছরগুলোতে ত্রিপুরার হয়েই খেলতে দেখা যাবে বাংলার ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রকে।

 {ads}

new Cricket CAB Wriddhiman Saha joined in Tripura India Sports state West Bengal International সংবাদ

Last Updated :