header banner

২২ গজে আর দেখা যাবে না 'স্টেইনগান'-এর বর্ষন

article banner

একসময় তিনি বল করতে আসছেন দেখলে উল্টোদিকে ব্যাট করতে থাকা ব্যাটসম্যানের হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরে যেত। দক্ষিন আফ্রিকার এই ফাস্ট বোলারকে ভয় পেতেন না এহেন ব্যাটসম্যান ক্রিকেটে তার সমকালীন সময়ে পাওয়া খুবই কঠিন। তবে দক্ষিণ আফ্রিকা নয়, এশিয়া ও আফ্রিকা একাদশের ম্যাচ দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল তাঁর। তিন ম্যাচের সেই সিরিজে মাত্র ২টি উইকেট নিয়েছিলেন। তখন হয়ত কেউ ধারনাও করেননি, সেই তিনিই একদিন দক্ষিণ আফ্রিকার জার্সিতে বল হাতে আগুন ঝরাবেন ক্রিজে। 

{link}
মানুষটির নাম ডেল স্টেন, ক্রিকেটের ইতিহাসে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফাস্ট বোলারদের মধ্যে একজন। দক্ষিন আফ্রিকান এই বোলার একসময় ত্রাস ছিলেন সারা বিশ্বের ব্যাটসম্যানদের কাছে। যার জন্য তাকে ক্রিকেটপ্রেমীরা অভিহিত করেছিলেন ‘স্টেইনগান’ বলে। কিন্ত সেই স্টেইনগানের ক্রিজের মধ্যে গুলিবর্ষন আর দেখতে পাবেন না ক্রিকেটপ্রেমীরা। আজ, মঙ্গলবার প্রোটিয়া ফাস্ট বোলার বুট জোড়া তুলে রাখলেন। জানিয়ে দিলেন, সব ধরনের ক্রিকেট থেকে তিনি বিদায় নিচ্ছেন। আজ নিজের টুইটারে টুইট করে এই কথা ঘোষনা করেছেন তিনি। 

{ads}

news Cricket Dale Stein South Africa sports Bowler Fast Bowler retirement International India. সংবাদ খেলা ক্রিকেট ডেল স্টেইন

Last Updated :