header banner

চতুর্থ দিনেই শেষ প্রতিরোধ, এক ইনিংস ও ৭৬ রানে তৃতীয় টেস্টে লজ্জার হার ইন্ডিয়ার

article banner

তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেও ছবিটা ছিল অন্যরকম। লড়াই চালাচ্ছিলেন বিরাট কোহলি-চেতেশ্বর পূজারা। ম্যাচে ঘুরে দাঁড়াচ্ছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু চতুর্থ দিনের প্রথম দেড় ঘণ্টাতেই একেবারে উলটপূরাণ। দু’উইকেটে ২১৫ রান থেকে খেলা শুরু করে ২৭৮ রানেই গুটিয়ে গেল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে অ্যান্ডরসন-ওভারটনের পর দ্বিতীয় ইনিংসে নায়ক বনে গেলেন ইংল্যান্ড পেসার ওলি রবিনসন। এই ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি।


তৃতীয় টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল দু উইকেটে ২১৫ রান। গতকালের পূজারা ও কোহলির লড়াই দেখে ক্ষীন হলেও আশা জন্মেছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তারা আশা দেখছিলেন ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেই আশা কার্যত চতুর্থ দিনের শুরুতেই ধুলোর মতো উড়ে গেল বাতাসে। দু’উইকেটে ২১৫ রান থেকে খেলা শুরু করে ২৭৮ রানেই গুটিয়ে গেল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে অ্যান্ডরসন-ওভারটনের পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জয়ের নেপথ্যে নায়ক ইংল্যান্ড পেসার ওলি রবিনসন। এই ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। যার ফলে তৃতীয় টেস্টে এক ইনিংস ও ৭৬ রানে জয়লাভ করল ইংল্যান্ড। বর্তমানে ৫ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরালো তারা। 

{link}
আজ খেলা শুরু হতে না হতেই ফিরে যান ক্রিজে দুরন্ত লড়াই করতে থাকা চেতেশ্বর পূজারা। তৃতীয় দিনের ব্যক্তিগত ৯১ রানের সঙ্গে এক রানও যোগ না করেই রবিনসনের বলে এলবিডব্লুউ আউট হন তিনি। অন্যদিকে, তার সাথে লড়াই করতে থাকা অধিনায়ক বিরাট কোহলি অর্ধ-শতরান পূর্ণ করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৫৫ রানের মাথায় সেই রবিনসনের শিকার হন তিনিও। এরপর মাত্র ১০ রানে আজিঙ্ক রাহানেকে ফেরান তৃতীয় টেস্টে দুরন্ত ফর্মে থাকা জেমস অ্যান্ডারসন। পরবর্তীতে ঋষভ পন্থ (১), মহম্মদ শামি (৬), ইশান্ত শর্মা (২) দ্রুত আউট হয়ে যান। শেষদিকে রবীন্দ্র জাদেজা কিছুটা চেষ্টা করলেও অন্যান্যরা কেউ তাঁকে যোগ্য সঙ্গত দেননি। ২৫ বলে ৩০ রান করে আউট হয়ে যান তিনিও। শেষ পর্যন্ত সবশেষে মাত্র ২৭৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ইংরেজ বোলারদের মধ্যে ৬৫ রান দিয়ে পাঁচ উইকেট পেলেন রবিনসন। এই ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলারই। 


এইভাবে ব্যাটিং ব্যার্থতার কারনে পরাজয়ের ফলে এখন আত্মবিশ্বাসে অনেকটাই ধাক্কা লাগবে টিম কোহলির। শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসকে পুনরায় ফিরিয়ে এনে চতুর্থ টেস্টে আবার ছন্দে ফেরাই এখন লক্ষ্য হবে ভারতীয় দলের। 
{ads}

news Cricket Sports India England India Vs England 3rd Test 4th Day Virat Kohli International খেলা ক্রিকেট টেস্ট ভারত বনাম ইংল্যান্ড

Last Updated :