header banner

সাতসকালে রেলকর্মীর ফ্ল্যাটে গুলি হাওড়ার সাঁতরাগাছিতে, কপাল জোরে প্রানরক্ষা রেলকর্মীর

article banner

সাত সকালে গুলি চলল হাওড়ায়। হাওড়ার সাঁতরাগাছির ঘটনা। রেলকর্মীর ফ্ল্যাটে গুলি হাওড়ার সাঁতরাগাছিতে। বরাত জোরে বেঁচে গিয়েছেন এসকে বেহেরা নামের ওই রেলকর্মী। গুলি চালানোর ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কী কারণে বহুতলে গুলি, তা নিয়ে ধন্দে পুলিশও। রেলের বরাত সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা, অনুমান পুলিশের। 

{link}
স্থানীয় সূত্রে খবর, সাঁতরাগাছির বাকসাড়া এলাকার একটি বহুতলে থাকেন পেশায় রেলকর্মী এসকে বেহেরা। আজ, শুক্রবার সকাল ৭টা নাগাদ একটি বাইকে চড়ে ২-৩জন দুষ্কৃতী তাঁর আবাসনের সামনে আসেন। বহুতলটির একতলায় থাকেন ওই রেলকর্মী। আচমকাই তাঁর বাড়ির দরজা লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ভয়ে সিঁটিয়ে যান বেহেরা পরিবার। সাত সকালে আবাসনে গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরাও। দ্রুত নীচে নেমে আসেন তাঁরা। ততক্ষণে অবশ্য বাইক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। ওই রেলকর্মীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।

{link}
ঘটনার জেরে বিপুর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশের কাছে নিরাপত্তার দাবি তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, সাঁতরাগাছির ওই আবাসনে আগে কখনও গুলি চলার ঘটনা ঘটেনি। সেই কারনেই এই ঘটনার কারনে প্রবল ভয় পেয়েছেন এলাকাবাসী। স্থানীয় একটি সূত্রে খবর, রেলের বরাত সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা। তবে এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেননি তদন্তকারীরা। সাত সকালে প্রকাশ্যে কে বা কারা গুলি ছুঁড়ে পালাল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

{ads}
 

news crime fire guns Howrah Indian Railways Railways Santragachi Railway Station West Bengal India সংবাদ অপরাধ

Last Updated :