header banner

বৃষ্টিভেজা যুবভারতীতে দর্শকদের উন্মাদনার মাঝে ঐতিহাসিক জয় ভারতের

article banner

তথাগত ঘোষঃ খেলা শুরু হওয়ার কিছুক্ষন আগেই ভারতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। ভারতীয় দলের ফুটবল ফ্যানেরা কলকাতার রাস্তায় মশাল জ্বেলে তার সাথে স্লোগান দিচ্ছেন উচ্চস্বরে। প্রথমবার দেখলে মনে হবে এই দৃশ্য অ্যানফিল্ড কিংবা সান্তেইনগো বার্নাবেউ-এর বাইরের দৃশ্য। কিন্তু না, কলকাতার ফুটবল উন্মাদনা, কলকাতার ফুটবল সমর্থকেরা মঙ্গলবার নিরাশ করেননি সুনীল ছেত্রীদের। স্টেডিয়ামের ভিতরেও গ্যালারিতে বিশালাকার প্ল্যাকার্ড, “এশিয়া, হিয়ার উই কাম”, এশিয়া কাপে কোয়ালিফাই করার দিনেই যুবভারতীতে ঐতিহাসিক রাতের সাক্ষী হয়ে রইল ভারতীয় ফুটবল। 

{link}
যদিও ভারতীয় ফুটবল ভক্তদেরও নিরাশ করেনি ইগর স্তিমাচের দল, ম্যাচের সময় মাত্র ২ মিনিট, শুরুতেই আনোয়ার আলির গোলে ম্যাচে এগিয়ে যায় ভারত। হংকং-এর ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় তা আচমকাই রিফ্লেক্ট হয়ে এসে যায় আনোয়ারের সামনে, দুরন্ত শটে বল জালে জড়াতে ভুল করেননি ভারতের এই যুব প্রতিভা। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ভারতীয় দল কে। সেই আত্মবিশ্বাস চোখে পড়ছিল ফুটবলারদের পাসিং ও বল কন্ট্রোলিং-এও। প্রথমার্ধে দুরন্ত পাসিং ফুটবল খেলতে দেখা যায় ভারতীয় ফুটবল দল কে। আত্মবিশ্বাস লক্ষ্যনীয় হয় ডিফেন্সেও। যদিও বেশ কিছু ক্ষেত্রে দুরন্ত আক্রমনও তুলে আনছিল হংকং। খেলার সময় আরও কিছুটা গড়িয়ে যাওয়ার পর আশিক কুরুনিয়ানের শট গোলকিপারের হাতে লেগে ক্রসবারে ধাক্কা খেয়ে ফিরে আসে। যদিও এই গোল না হওয়ার আক্ষেপ মিটিয়ে দেন সেই সুনীল ছেত্রী। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছুক্ষন আগেই সেটপিস থেকে ভেসে আসা বল দক্ষতার সাথে রিসিভ করে নিখুঁত শটে ভারতীয় দল কে ২-০ গোলে এগিয়ে দেন ছেত্রী। টিম প্র্যাটিসে তৈরি করা দক্ষ সেটপিস মুভমেন্ট যাকে বলা চলে। আরও একবার নিজের দক্ষতা প্রমান করতে ভুল করেননি সুনীল। দ্বিতীয়ার্ধে অপেক্ষা করছিল আরও চমক। ম্যাচের ৮৫ মিনিটে ডান পায়ের শটে বৃষ্টিভেজার মাঠে গোল করেন মনবীর সিং। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের একদম শেষ লগ্নে কফিনে শেষ পেরেক পোঁতেন ইশান পন্ডিতা। মানবীর সিং-এর করা ক্রশ দক্ষ টাচে জড়িয়ে দেন জালে। খেলা শেষ হয় ৪-০ গোলে।

{link} 
বৃষ্টিভেজা যুবভারতীতে আজ এক ঐতিহাসিক রাত হয়ে রইল কলকাতায়। যে রাতে খেলা শেষে পর সমর্থকদের চিৎকার বলে দিচ্ছিল, এই ভারত আর সেই ভারত নয়, যে দল কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র সেলিব্রেট করে। এই ভারত দাপটের সাথে দুরন্ত ফুটবলের প্রতিপক্ষকে ধরাশায়ী করতেও সক্ষম। ইগর স্তিমাচের দল গড়ল এক নতুন ইতিহাস। সামনে লড়াই এশিয়া কাপের… 
{ads}

news India Indian Football Sunil Chetri India vs Hong Kong Yubabharati Krirangan AFC Asian Cup Qualifiers Kolkata India

Last Updated :