header banner

নেপালকে ৩ গোলে পরাজিত করে সাফ কাপ চ্যাম্পিয়ান ভারত

article banner

কথায় বলে 'শেষ ভালো যার, সব ভালো তার'-বর্তমানে সময়টা অনেকটা এইরকমই বলা চলে ভারতীয় ফুটবল দলের। প্রতিযোগীতার শুরুটা ভালো না হলেও শেষটা স্বপ্নের মতোই করল সুনীল ছেত্রীর ভারত। নেপাল কে ফাইনালে ৩-০ গোলে পরাজিত করে সাফ কাপ জয় করে নিল ইগর স্তিমাচের ছেলেরা। তার সাথেই নিজের রেকর্ড আরও বৃদ্ধি করলেন অধিনায়ক সুনীল ছেত্রী। 

{ads}

আজ শুরু থেকেই আক্রমন ও তার পাল্টা আক্রমনে জমে উঠেছিল ফাইনাল খেলা। ম্যাচে মনবীর সিং এবং সুনীল ছেত্রীকে সামনে রেখে ৪-২-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন ইগর স্তিমাচ। প্রথমার্ধে শুরু থেকেই দুই দলই আক্রমনাত্মক খেলতে শুরু করে। সুযোগ ও এসেছিল দুই পক্ষেরই কাছে, কিন্তু দুই দলই সুযোগ নষ্ট করে। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশুন্য ভাবেই। 

{link}

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আরও একবার খেলার মাঠে নিজের চমক দেখান সুনীল ছেত্রী। ক্রশ থেকে আসা বল নিখুঁত দক্ষতায় হেড দিয়ে জড়িয়ে দেন জালে। তারপরেই আবারও প্রথম গোল হওয়ার পরের মিনিটেই আরও একটি গোল করেন সুরেশ সিং। পরপর দুটি গোল হয়ে যাওয়ায় খেলায় কিছুটা হলেও ছন্দ হারিয়ে ফেলে নেপাল। শেষের দিকে নিজের দুরন্ত দক্ষতায় গোল করে দলের ট্রফি জয় সুনিশ্চিত করেন সাহাদ আব্দুল সামাদ।

 {link}

উল্লেখযোগ্যভাবে এবারে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথমে ১০ জনের বাংলাদেশের সাথে ১-১ ড্র, তারপর আবার শ্রীলঙ্কার সাথে গোলশূন্য ড্র। একাধিক প্রশ্ন উঠেছিল ভারতের খেলা নিয়ে। কিন্তু সে সবই এখন অতীত। দুরন্তভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে সুনীল ছেত্রী, মনবীর সিং, গুরপ্রীত সিংহেরা এখন সাফ কাপ চ্যাম্পিয়নস। টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতার খেতাবও নিজের নামে করেছেন সুনীল ছেত্রী। 

{ads}

news India Indian football team saff championship champions Sunil Chetri West Bengal sports football

Last Updated :