header banner

গোল্ডেন বল মেসির, বুট এমবাপের দখলে! কাতারে কোন খেলোয়াড় কি পুরস্কার পেলেন?

article banner

নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপের ট্রফিটা যখন মেসি নিতে এলেন, তার আগে কাতার গর্ভমেন্টের পক্ষ থেকে একটি বিশেষ পোশাক পরানো হয় তাকে৷ আক্ষরিক অর্থে যাকে বলা চলে, রাজবেশ। সেই রাজবেশেই নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ট্রফি হাতে তুললেন মেসি। ওয়ার্ল্ড কাপের ট্রফি। এছাড়াও কাতারে এই বছর বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন গোল্ড বল।

২০১৪ ওয়ার্ল্ড কাপেও গোল্ড বল পেয়েছিলেন মেসি। তখন ট্রফি হাতে আসেনি। তবে এসেছে এই বছর। মেসির গোল্ড বল ছাড়াও আরও একাধিক খেতাব রয়েছে আর্জেন্টিনার ঝুলিতে। কাতার ফুটবল বিশ্বকাপের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পেয়েছন সোনার গ্লাভস। যদিও সেই গ্লাভস নিয়ে গোপনাঙ্গে ঠেকয়ে সেলিব্রেশন করে ইতিমধ্যেই বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। সেরা যুব প্রতিভার খেতাব পেয়েছেন এনজো ফার্নান্ডেজ। মেক্সিকোর বিরুদ্ধে একটি ছবির মতো গোল রয়েছে এই খেলোয়াড়ের। 

২০১৮ সালে এই মোস্ট এমার্জিং খেলোয়াড়ের খেতাব পেয়েছিলেন এমবাপে। এইবছর তিনি পেয়েছেন গোল্ডেন বুট। সম্পূর্ণ বিশ্বকাপে মোট ৮টি গোল রয়েছে তার। ফাইনালে হ্যাটট্রিক করে হয়ে উঠেছেন দলের ট্রাজিক হিরো। একাধিকবার পিছিয়ে পড়ার পরেও দলকে বার বার নিজ দক্ষতায় ফিরিয়ে এনেছেন লড়াইয়ে। তার এই লড়াই কে বর্তমানে কুর্নিশ জানাচ্ছে সমগ্র ফুটবল বিশ্ব। 

{link}

News Sports FIFA World Cup Awards Messi Embappe

Last Updated :