header banner

অবশেষে স্বর্নপদক প্রাপ্তি, টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জয়ী নীরজ চোপড়া

article banner

অবশেষে টোকিও অলিম্পিকে স্বর্নপদক প্রাপ্তি ভারতের। জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জয় করে ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতের নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে আজ  (Tokyo Olympics) জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে দেশকে প্রথম সোনা এনে দিলেন টোকিও অলিম্পিকে। তার সাথেই গড়লেন একাধিক ইতিহাস। নীরজের হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা তথা প্রথম পদক জিতল ভারত। শুধু তাই নয়, অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে ব্যক্তিগত ইভেন্টে এই প্রথম সোনা জিতলেন নীরজ। এর আগে ১৩ বছর আগে ভারতকে গর্বের আসনে উত্তীর্ন করে বেজিং অলিম্পিকে শ্যুটিং-এ স্বর্ণপদক জিতেছিলেন অভিনব।

{link}
উল্লেখযোগ্যভাবে এবারে অলিম্পিকের শূরুটা দুরন্তভাবে করেছিলেন নীরজ চোপড়া। জ্যাভলিন কোয়ালিফিকেশনে অবিশ্বাস্য ভাবে প্রথম থ্রোয়েই ফাইনালে উঠে গিয়েছিলেন। তাও আবার এক নম্বরে থেকে। ৮৬.৫৯ মিটার দূরত্ব পার করেছিলেন নীরজ। আর এদিন প্রথম থ্রোয়েই ৮৭.০৯ মিটার দূরত্ব পার করেন ভারতীয় এই অ্যাথলিট। দ্বিতীয় থ্রোয়ে তার স্কোর হয় ৮৭.৫৮ মিটার। এই দ্বিতীয় থ্রোই তাকে এনে দেয় প্রথম স্থান। তৃতীয় থ্রোয়ে মারেন ৭৬.৭৯। দ্বিতীয় থ্রোতেই একবারে এক নম্বর আসনে পৌঁছে যান নীরজ। এরপর চতুর্থ এবং পঞ্চমবার ফাউল থ্রো করেন তিনি। ষষ্ঠ থ্রোয়ে মারেন ৮৪.২৪ মিটার। আজকের এই দিনে  তার করা কির্তীর জন্য চিরকালের জন্য ইতিহাসের পাতায় নাম লেখালেন নীরজ। 
{ads}

news Olympics 2020 Neeraj Chopra Javelin throw Tokyo Olympics Gold Medal Sports International News নীরজ চোপড়া ভারত গোল্ড মেডেল অলিম্পিক

Last Updated :