অবশেষে অপেক্ষার অবসান, চলতি অলিম্পিকে প্রথম মেডেল প্রাপ্তি ঘটল ভারতে। ভরোত্তলনে ভারতকে রূপো এনে দিলেন মীরাবাই চানু। শেষের দিকে চিনের প্রতিযোগীর সঙ্গ কঠিন লড়াই হয় তার। কিন্তু শেষ হাঁসি হেঁসে সোনা জয় করেন চীনা প্রতিযোগীই। তবুও এবারে কার্যত শুরুর দিকেই ভারতকে পদক এনে দিলেন ভরোত্তলক মীরাবাই।
{link}
এর সাথে সাথেই ঘটল দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। কর্ণম বালেশ্বরীর পর ফের ভারোত্তলনে অলিম্পিক পদক এল ভারতের ঘরে। শনিবার ৪৯ কেজি বিভাগে রুপো জিতে ইতিহাস অলিম্পিকে পদক প্রাপ্তির পাশাপাশি গড়লেন মীরাবাই চানু।
{ads}