header banner

৪০ বছরেও টেবিল টেনিসে সোনালী ইতিহাস শরতের, হকিতে লজ্জার হারে রুপোতেই সন্তুষ্ট ভারত

article banner

নিজস্ব সংবাদদাতাঃ বয়সের কাঁটা প্রবেশ করেছে ৪০-এর ঘরে। কথায় বলে ইচ্ছা থাকলেই উপায় হয়। সে প্রবাদ বাক্যই ফের বাস্তবায়িত করে দেখালেন অচন্ত্য শরৎ কমল। ৪০ বছর বয়সেও দাপটের সাথে হাসতে হাসতে দেশকে সোনা এনে দিলেন কমনওয়েলথ গেমসে। তাঁর হাত ধরেই ১৬ বছর পর কমনওয়েলথের মঞ্চে টেবিল টেনিসে ফের রচিত হল ইতিহাস। আরও একটি সোনা এল ভারতের ঝুলিতে। একইসাথে ব্যাডমিন্টনের ডাবলসেও সোনাজয়ী ভারতীয় জুটি। ইংল্যান্ডের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় করে সোনা ঘরে তুলেছেন তারা। কিন্তু এতোগুলি স্বপ্নপূরন ও গর্বের দিনেও অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হারে সোনার স্বপ্ন অধরাই রয়ে গেল ভারতের পুরুষ হকি দলের। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হারে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় দলকে।

{link}
এদিন ৪-১ ব্যবধানে শরৎ কমল হারান লিয়াম পিচফোর্ডকে। পুরুষ সিঙ্গলসের ফাইনালে তাঁর পক্ষে ম্যাচের ফল ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮। এই নিয়ে দ্বিতীয়বার টেবিল টেনিসের সিঙ্গলসে সোনা পেল ভারত। চলতি কমনওয়েলথ গেমসে পুরুষ সিঙ্গলসের পাশাপাশি পুরুষদের টিম এবং মিক্সড ডাবলসেও সোনা জয়ের নজির গড়েন তিনি। এছাড়াও পুরুষ ডাবলসে রুপো ঘরে তুলেছেন তিনি। ৪০ বছর বয়সেও টেবিল টেনিসের ইতিহাসে আজও অন্যতম শ্রেষ্ঠ নাম যে তার আরও একবার প্রমান করলেন তিনি। ব্যাডমিন্টনে পুরুষ ডাবলসের ফাইনালে ইংল্যান্ডের বেন লেন ও সিন মেন্ডিকে ২১-১৫, ২১-১৩ স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে ইতিহাস রচনা করলেন সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টী। এই নিয়ে ব্যাডমিন্টনে এল তৃতীয় সোনা। সাত্ত্বিক-চিরাগের আগে মহিলা এবং পুরুষ সিঙ্গলসে সোনা ঘরে তোলেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। এবারে ব্যাডমিন্টনের ফিল্ডে যে ভারত নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করেছে তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেডেলের সংখ্যা। 

{link}
তবে এহেন গর্বের দিনেও নিরাশ করেছে ভারতীয় হকি দল। আজ অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় টিভির পর্দায় চোখ রেখেছিলেন ভারতীয় ক্রীড়াপ্রেমী মানুষেরা। কিন্তু অস্ট্রেলিয়ার সামনে কার্যত দাঁড়াতেই ব্যর্থ ভারতীয় দল। ৭ গোলের মালা ভারতীয় দল কে পরিয়ে দিয়ে সোনা ঘরে নিয়ে গেলেন অজি খেলোয়াড়েরা। অন্যদিকে লজ্জার পরাজয়ে রুপো তেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দল কে। 
{ads}

news Sports Hockey Men's Sharat Kamal Gold Table Tennis Hockey loss Commonwealth Games 2022 CWG2022 India সংবাদ

Last Updated :