header banner

টুইটার ট্রেন্ডিংয়ে উপরের সারিতে #NationStandsWithDada হ্যাশট্যাগ, পাল্টাছে সার্বিক চিত্র

article banner

বর্তমানে ভারতীয় ক্রিকেট সহ বিশ্ব ক্রিকেটের অন্যতম মূল আলোচিত বিষয় হল দাদা বনাম কোহলি। বিরাটের করা সাংবাদিক বৈঠকের পর সার্বিকভাবে যে ছবি ফুঁটে উঠেছিল, তা ছিল সম্পূর্ন ভাবেই সৌরভ গাঙ্গুলির বিপক্ষে। কারন বিরাটের বক্তব্যের পর একপেশেভাবে কোহলির পাশের দাঁড়িয়েছিলেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। একের পর এক পোস্টে বিরাটের পাশে দাঁড়িয়ে দাদার বিরুদ্ধাচারন করতে দেখা যায় মানুষকে। কিন্তু এই ঘটনার পর আজ হঠাৎ করেই পরিবর্তন হচ্ছে সার্বিক চিত্রের। সোশ্যাল মিডিয়ায় নিজের সমর্থন পেতে শুরু করেছেন কলকাতার মহারাজ। 

{link}
প্রসঙ্গতভাবে শুক্রবার সকাল থেকে টুইটারে চোখ রাখলেই দেখা যাচ্ছে, সৌরভের সমর্থনে ক্রিকেট প্রেমীদের একের পর এক পোস্ট। এবং উল্লেখযোগ্যভাবে বর্তমানে টুইটার ট্রেন্ডিংয়ে উপরের সারিতে আছে #NationStandsWithDada হ্যাশট্যাগটি। ইতিমধ্যেই এই হ্যাশট্যাগ দিয়ে পোস্ট হয়েছে হাজার হাজার টুইট। এই কারনেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাদার পক্ষে একটা বড়ো অংশের মানুষ সমর্থন দেখা দিয়েছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। সৌরভের সমর্থকরা মনে করিয়ে দিচ্ছেন, যে লোকটা ভারতীয় ক্রিকেটকে এতদিন ধরে এতকিছু দিয়েছেন, তিনি আর যাই হোক দেশের ক্রিকেটের খারাপ চাইতে পারেন না। কিন্তু তবে কি ভুল বিরাট? এক্ষেত্রে নেটিজেনদের একাংশ মনে করছেন, অধিনায়কত্ব হারিয়ে বদলা নেওয়ার মানসিকতা থেকেই ‘দাদা’র ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বিরাট। যে নিয়ে ইতিমধ্যেই বিস্তর বিতর্ক তৈরি হয়েছে। 

{link}
শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হবে বিসিসসিআই-এর পক্ষ থেকে সেই নিয়েই এখনও বড়ো প্রশ্ন। শুধুমাত্র মৌখিক জবাব নাকি শোকজ, কি করা হবে সেই দিকেও প্রশ্ন উঠছে। তবে দক্ষিন আফ্রিকা সিরিজের আগে কিছু হওয়ার সম্ভাবনা নেই বলেই ধারনা করছেন ক্রিকেটমহল। সৌরভের বোর্ড যে মুখ বুঝে কোহলির এই আচরণ সহ্য করবে না, সেটাও মোটামুটি স্পষ্ট। কি হবে এই ক্রিকেট টিমের ভবিষ্যৎ? 
{ads}

news Twitter BCCI Cricket Indian Cricket Team Sourav Ganguly Virat Kohli fight sports international ICC খেলা সংবাদ

Last Updated :