header banner

ফুটবল খেলতে গিয়ে অসুস্থতা অনুভব, হাসপাতলে ভর্তি থাকার পর মৃত্যু ফুটবলার নিলয় গুহ-র

article banner

নিজস্ব সংবাদদাতাঃ ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠে অসুস্থ হয়ে পড়েছিলেন কিছুদিন আগে। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর বুধবার দিন মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফুটবলার নিলয় গুহ ,বয়স ৩৭। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারে। 

{link}
কোচবিহারের অন্যতম স্কুল হলো জেনকিনস স্কুল, এই স্কুল যথেষ্ট ঐতিহ্যশালী। বেশ কিছুদিন ধরেই প্রাক্তনদের নিয়ে ফুটবল লিগ চলছিল জেনকিনস স্কুল এর উদ্যোগে। রবিবার দিন খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েন ফুটবলার নিলয় গুহ, তাকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়, বেশ কিছুদিন চিকিৎসারত অবস্থায় থাকার পর বুধবার দিন মৃত্যু হয় তার। এই ঘটনার পর গোটা কোচবিহারের শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছেন এমজিএম রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
{ads}

news football Nilay Guha footballer Kolkata Football IFA West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article