নিজস্ব সংবাদদাতাঃ সবুজ মেরুন তাঁবুতে শেষ হল কৃষ্ণ-লীলা। এটিকে মোহনবাগানের হয়ে আর খেলবেন না রয় কৃষ্ণ। শুক্রবার টুইট করে জানিয়ে দিল এটিকে মোহনবাগান। টুইটে সবুজ-মেরুন শিবিরের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘মধুর স্মৃতির জন্য ধন্যবাদ, রয়’, তাঁকে বিদায়বার্তার শুভেচ্ছা জানিয়েছে এটিকে মোহনবাগান। ২৬ মে কৃষ্ণ টুইট করে ইঙ্গিত দিয়েছিলেন সবুজ-মেরুন ছাড়ার। শোনা গিয়েছিল বিরাট অঙ্কের আইএসএল-এর অন্য কোন টিম এর থেকে অফার পাওয়ার জল্পনাও। স্ট্রাইকারের পরবর্তী পদক্ষেপ কি হবে?
{link}
আট দিন আগে রয় কৃষ্ণ টুইট করে লিখেছিলেন, ‘সব প্রতিকূলতা কাটিয়ে জয়। গর্বিত সকলের জন্য। এই দলের সদস্য হতে পেরে আমি ধন্য। হেরে যাওয়ার পরেও কেউ হাল ছেড়ে দেয় না। সব সবুজ-মেরুন সমর্থককে ধন্যবাদ। জয় মোহনবাগান।’ এই টুইটের পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল কৃষ্ণর দল ছাড়া নিয়ে। এখন পরবর্তী সময়ে কোন দলে যোগদান করতে পারে রয় কৃষ্ণ সেটাই দেখার বিষয়। ইস্টবেঙ্গলে যোগদান করারও একটি জল্পনা শুরু হয়েছে। তবে কিছু পারিবারিক সমস্যা রয়েছে খেলোয়াড়ের। সেই কারনে হয়ত ভারতে আর নাও খেলতে পারেন তিনি। মোট সাড়ে চার কোটি টাকা দিয়ে তাকে এনেছিল সবুজ মেরুন শিবির। প্রথম দিকে দলকে নিরাশও করেননি তিনি। কিন্তু শেষ আইএসএল সিজেন খুব একটা ভালো যায়নি। আইএসএলে মাত্র ছ’টি গোল করেন কৃষ্ণ। তাঁর খেলায় খুশি ছিল না সবুজ-মেরুন। বেশ কয়েকটি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে খেলতে পারেননি তিনি। সেই কারনেই হয়ত সম্পর্কে ইতি পড়ল খেলোয়াড় ও দলের।
{link}
সূত্রের খবর আরও বড় নাম সই করাতে পারে এটিকে মোহনবাগান। আন্তর্জাতিক বেশ কয়েকটি বড়ো নাম কে সাইন করার লক্ষ্যে নেমেছে মোহন বাগান শিবির। উঠে আসছে ডিয়োগো কোস্তার মতো বিশালব্যাপী স্ট্রাইকারের নামও। এমন কোন সাইনিং যা বদলে দিতে পারে ভারতীয় ফুটবলের গতিবিধি। এখন দেখার শেষ পর্যন্ত কাকে সই করার সবুজ মেরুন শিবির।
{ads}