header banner

গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় ৪০৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে নজির গড়লেন অতুল কুমার চৌসাকি

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা :-  গঙ্গা দূষণ ও হতাশা গ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় ৪০৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে নজির গড়লেন অতুল কুমার চৌসাকি। ৪০ বছরের অতুল একজন আন্তর্জাতিক ক্রিড়া প্রতিযোগী। তার বাড়ি মহারাষ্ট্রের নাগপুরে। গঙ্গা দূষণ রোধের জন্য তিনি ৬ নভেম্বর ২০২১ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে যাত্রা শুরু করেন। প্রায় ৪০৪০ কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে তিনি গঙ্গাসাগরে পৌঁছান।

{link}

অতুল কুমারের ৪০৪০ কিলোমিটার যাত্রাপথের সময়সীমা নেহাত কম নয়। ৫মাস ১৪ দিন একটানা পায়ে হেঁটে তিনি গঙ্গাসাগর যাত্রা করেন। সঙ্গে ছিল ১৮০কেজি ওজনের একটি ব্যাগ। যাত্রাপথে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে অবশেষে পশ্চিমবঙ্গে প্রবেশ তার। তিনি একজন আন্তর্জাতিক আল্ট্রা ম্যারাথন খেলোয়াড়। সাহারা মরুভূমিতে দৌড়ে পদক জিতেছিলেন তিনি।এছাড়াও থর মরুভূমিতে ও দৌড়েছেন অতুল। এবার গঙ্গাকে দূষণ মুক্ত করতে ও মানুষকে ডিপ্রেশন মুক্ত করতে তার এই পদযাত্রা। গঙ্গা নদী দূষণ মুক্ত হোক এবং তার সঙ্গে মানুষও হোক চিন্তা মুক্ত এই বার্তাই তিনি দিচ্ছেন সাধারণ মানুষকে। ভারতের আত্মা হল এই গঙ্গা নদী। গঙ্গা নদীর পাশ দিয়ে চলতে চলতে অতুলবাবু মানুষজনকে বার্তা দিয়ে চলেছেন গঙ্গা নদীকে দূষণ মুক্ত করার।

{link}

আজকের প্রজন্মের বহু মানুষ বিভিন্ন ব্যক্তিগত, সামাজিক ও আর্থিক কারণে চিন্তিত। ফলে অনেকেই নেশা করছেন এমনকি হতাশা হয়ে কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করছেন। তাই অতুলবাবু মানুষকে বার্তা দিচ্ছেন , গঙ্গা কে প্রনাম করে তার থেকে অনুপ্রেরণা নেওয়া দরকার, কারণ এতো দূষণ বহন করে বয়ে চলেছে এই নদী। ইতি মধ্যেই অতুলের সোলার প্যানেল যুক্ত গাড়ির আটটি চাকা বদল করা হয়েছে।  গঙ্গাসাগর পৌঁছতে পেরে খুশি প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন, এই নদী বেষ্টিত তীর্থ শ্রেষ্ঠ গঙ্গাসাগরকে যেন টিকিয়ে রাখা হয়।পরিবারের রোজগেরে যুবক অতুল জানান আগামী দিনে মানুষের চিন্তা মুক্ত করার জন্য তিনি একটি হাসপাতাল তৈরি করতে চান। রাজ্যের সাধারণ মানুষ থেকে সাগরদ্বীপের সকল বাসিন্দা অতুলের এই প্রয়াসকে কুর্ণিশ জানিয়েছেন।

{ads}

news record walking long marathon sports Atul Kumar Chausaki India সংবাদ খেলা ম্যারাথন

Last Updated :