header banner

ফের ব্যাটিং বিপর্যয়ের জের নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ ভারতের

article banner

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল, ২০২০ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং সবশেষে আজকের টি ২০ বিশ্বকাপ ম্যাচ। এবারেও সামনাসামনি লড়াইয়ে নিউজিল্যান্ড কে হার মানাতে ব্যার্থ ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ যেন ধীরে ধীরে বাড়তে থাকা সময়ের সাথে যেন আতঙ্ক হয়ে উঠছে ভারতীয় দলের কাছে। পাকিস্তান এবং তারপর এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয় পরপর দুই ম্যাচে পরাজয়ের কারনে কার্যত টি ২০ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দোড়গোড়ায় ভারত। 
{link}
বহু ক্রিকেট বিশেষজ্ঞই বলেছিলেন এই ম্যাচে টস একটা বড়ো ফ্যাক্টর হবে, হয়েছেও তাই। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউইদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। এবং কার্যত সেই শুরু থেকেই পাকিস্তান ম্যাচের পুনরাবৃত্তি হতে শুরু করে। একের পর এক উইকেট পড়তে শুরু হয় ভারতীয় দলের। ৪০ রানের মাথাতেই আউট হয়ে ফিরে যান তিন ব্যাটসম্যান। ইশান কিষান, লোকেশ রাহুল, রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির লড়াইয়ের হাত ধরে স্কোর পৌঁছেছিল  ১৫০-র দোরগোড়ায়, কিন্তু আজ কোহলিও ব্যার্থ হন। বহু কষ্টে একশোর গন্ডি পার করে ভারত নিউজিল্যান্ডকে লক্ষমাত্রা দেয় ১১১ রানের। সেইভাবে কোন ব্যাটসম্যানই ক্রিজে দাঁড়াতে পারেননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 
{link}
বোলিং-এর ক্ষেত্রেও সেইভাবে একমাত্র বুমরাহ ছাড়া কেউই প্রাভাব ফেলার মতো বোলিং করে উঠতে পারেননি। কিছুটা ভালো বল করেছেন বরুন চক্রবর্তী। ডাইরেল মিটচেল এর ৪৯ রানের ইনিংসেই অনেকটা এগিয়ে যায় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন নিজ দক্ষতায় নিউজিল্যান্ড কে জয়ের স্বাদ এনে দেন। 

ভারতের এহেন পরিস্থির চিত্র খুব কমই প্রত্যক্ষ করেছে ক্রিকেট বিশ্ব। খেলা শেষ হওয়ার পূর্বেই মাঠ ছেড়েছেন ভারতীয় সমর্থকেরা। শুন্য স্টেডিয়ামের একাধিক সিট, খেলোয়াড়, সমর্থক সকলের চোখে শুধুই হতাশা। যেন জেতার ইচ্ছেটাই কোথাও গিয়ে হারিয়ে গেছে। কঠিন সময়, ভারতের মতো প্রথম সারির দলের কাছে সত্যিই এটি একটি ভীষন কঠিন সময়। 
{ads}

news sports cricket India New Zealand Ind vs Nz India vs New Zealand ICC international match result

Last Updated :