header banner

৭-এর প্রত্যাবর্তন

article banner

একদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি। ভারতবর্ষ সহ বিশ্বব্যাপি ক্রীড়াপ্রেমীদের  দুই পরিচিত সাত নম্বর জার্সিধারি খেলোয়াড়। একজন ক্রিকেট-এর অন্যতম পরিচিত মুখ, অন্যজন ফুটবলে নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করেছেন। 

 

এই দুই খেলোয়াড়ই ফিরছেন তাদের পুরোনো ছন্দে। একদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফিরছেন তার ফুটবল কেরিয়ারে উত্থান হওয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এ। অন্যদিকে ধোনী ভারতীয় দলে ফিরছেন মেন্টর হয়ে। বাস্তবিক ভাবেই এই সংবাদে আবেগ ও উন্মাদনার জোয়ার নেমে এসেছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে।

 

শেষবার ৫০ ওভারের বিশ্বকাপে রান আউট হয়ে সেমিফাইনালে মাঠ ছেড়েছিলেন ধোনি। ভারতবাসীর বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার তিনি মেন্টর হয়ে ফিরে টি-২০ বিশ্বকাপ এনে দিতে সক্ষম হবেন কি? একইভাবে স্যার অ্যালেক্স ফার্গুসনের সময়ের পর থেকে বহু বছর প্রিমিয়ার লিগ ফেরেনি ওল্ড ট্র‍্যাফোর্ডে। রোনাল্ডো আবার সেই ট্রফি ফিরিয়ে আনতে সক্ষম হবেন? সব কিছুরই উত্তর দেবে, 'সময়'।

{ads}

news-sports-Cristiano-Ronaldo-Mahendra-Singh-Dhoni-football-cricket-Manchaster-United-India-international

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article