header banner

স্টার্লিং ও কেনের গোলে জার্মানিকে হারিয়ে ইউরো কাপের শেষ আটে ইংল্যান্ড

article banner

১৯৯ তম ম্যাচেই শেষ হল জার্মান কোচ জোয়াকিম লো-র কোচিং ক্যারিয়ার। ইউরো কাপের শেষ ১৬তেই দৌড় শেষ হল জার্মানির। কারন গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। রহিম স্টার্লিং এবং হ্যারি কেন-এর গোলে ম্যাচে ২-০ ফলাফলে জার্মানিকে পরাজিত করেছে তারা। ঘরের মাঠে পাওয়া এই জয় এক অপূরনীয় স্মৃতি হয়ে থাকবে তাদের।

{link}

যদিও ম্যাচের একদম শুরুটা জার্মানি তাদের ছন্দেই করেছিল। কিন্তু কিছুক্ষন পরেই ম্যাচ নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে ইংল্যান্ড। সাউথগেট দল সাজিয়েছিলেন ৩-৪-৩ ফর্মেশনে। অন্যদিকে জোয়াকিম লো-র ফর্মেশন ছিল ৩-৪-২-১। প্রথমার্ধে দুই দলই চেষ্টা করলেও গোলের মুখ খুলতে ব্যার্থ হয়। দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই দোদুল্যমান গতিতে শুরু হয় খেলা। জার্মানির কাই হাভার্থজ-এর দুরন্ত শট অনবদ্য সেভ এর মাধ্যমে আটকে দেন ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড। ম্যাচের ৭৫ মিনিটে নিখুঁত ওয়ান-টু পাসের মাধ্যমে প্রথম গোলটি করেন রহিম স্টার্লিং। তারপরে ম্যাচে ফেরার সুযোগ এসেছিল জার্মানির কাছে। কিন্তু টমাস মুলার সেই সুযোগ কাজে লাগাতে ব্যার্থ হন। কিন্তু ভুল করেননি হ্যারি কেন। ম্যাচের ৮৬ মিনিটে হেডের মাধ্যমে গোল করে জার্মানির ইউরো কাপের দৌড়ের সমাপ্তি সুনিশ্চিত করেন তিনি। 

 

'উ মিস আই হিট' কিংবা 'সুযোগের সদব্যাবহার' এই দুই কারনেই আজ ম্যাচের ফলাফল হয়ে রইল ইংল্যান্ডের পক্ষে। সুযোগ এসেছিল জার্মানির খেলোয়াড়দের কাছেও কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যার্থ হয়। আর কম হলেও সুযোগ কাজে লাগিয়েই ম্যাচে জয়ী ইংল্যান্ড। গ্রুপ অফ ডেথ-এর তিনটি দলই এখন বিদায় নিল ইউরো কাপ থেকে। এই প্রতিযোগিতা বিশ্বব্যাপি ফুটবল সমর্থকদের কাছে এক ভিন্ন স্বাদের প্রতিযোগিতা হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। তবে এই ম্যাচটি যোগ্য দল হিসেবেই জিতেছে ইংল্যান্ড। এখন শেষ আটের লড়াইয়ে তারা কাদের সম্মুখীন হয় তাই দেখার।

{ads}

News sports football England Germany England vs Germany Rahim Sterling Harry kane Euro 2020 খেলা ফুটবল ইউরো কাপ

Last Updated :