header banner

ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৭৮ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস, তৃতীয় টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

article banner

নজিরবিহীন ব্যাটিং বিপর্যয়, আর সেই ব্যাটিং বিপর্যয়ের কারনেই কার্যত তৃতীয় টেস্ট ম্যাচে জয়লাভ করার আশা অথৈ জলে ভারতের। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রানেই শেষ হয়ে গেল ইন্ডিয়ার প্রথম ইনিংস। এবং ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে দিনের শেষে তুলে ফেলেছে ১২০ রান তাও কোন উইকেট না হারিয়ে। যার ফলে তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে কার্যত চালকের আসনে জো রুটের ইংল্যান্ড। 

{link}

ব্যাটিং লাইন আপে এহেন বিপর্যয়ের সাক্ষি বহুদিন হয়নি ভারতবাসী। শেষ টেস্টে দুরন্ত লড়াই করে ইংল্যান্ড কে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় কোহলির ভারত। ফলে ম্যাচ শুরু হওয়ার আগে অনেকটাই আত্মবিশ্বাসীও দেখাচ্ছিল ভারতকে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এগিয়েও রেখেছিলেন ভারতীয় দলকে। কিন্তু খেলা শুরু হতেই বিপর্যয়। ইংল্যান্ডের বোলিংয়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে যেতে শুরু করে ভারতের ব্যাটিং লাইন আপ। মাত্র ১ রান তখন স্কোরবোর্ডে, তখনই প্রথম ধাক্কা, আউট হয়ে ফিরে যান লোকেশ রাহুল। তারপর ৪ রানের মাথায় আউট হয়ে যান পূজারা। ৭ রান করে ২১ রানের মাথায় আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। ৬৭ রানের মাথায় পর পর পড়ে যায় ৪টি উইকেট। ফিরে যান রোহিত শর্মা, মহম্মদ শামি, জাদেজা ও বুমরাহ। এই সময়েই কার্যত শীড়দাঁড়া ভেঙে যায় ভারতীয় ব্যাটিং লাইন আপের। মাত্র ৭৮ রানেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। 

{link}

অন্যদিকে রান চেস করতে নেমে দক্ষ হাতেই খেলতে শুরু করেন ইংল্যান্ড-এর দুই ওপেনার। মোট ৪৩ ওভারে একটিও উইকেট ফেলতে ব্যার্থ্য হন ভারতীয় বোলাররা। ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানই নিজেদের অর্ধশতরান সম্পূর্ন করেছেন। ১২৫ বল খেলে ৫২ রান করেছেন বার্নস ও ১৩০ বল খেলে ৬০ রান করেছেন হামিদ। ক্রিজে দুজনেই বেশ পসার জমিয়ে বসেছেন। আগামীকালের খেলায় শুরুর দিকেই উইকেট ফেলতে না পারলে ম্যাচ হাতের বাইরে চলে যাবে ভারতীয় খেলোয়াড়দের হাত থেকে। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের কাছে লিড রয়েছে ৪২ রানের।

{ads}

news sports India England Test India Vs England Virat Kohli Jo Root 3rd Test International Cricket খেলা ক্রিকেট ভারত বনাম ইংল্যান্ড টেস্ট

Last Updated :