header banner

দশ জনে অদম্য লড়াই, কাতারের বিরুদ্ধে ১-০ গোলে গর্বের পরাজয় ভারতের

article banner

হেরেও ভারতীয় ফুটবল সমর্থকদের মন জয় করল ভারতীয় দল। তার কারন লড়াকু মনোভাব আর এশিয়ার সর্বশক্তিমান টিমের বিরুদ্ধে অনবদ্য লড়াউ। এশিয়ান কাপ ও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে ১০ জনে খেলে কাতারের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত ভারত। কিন্তু এই পরাজয়ের মধ্যেও প্রাপ্তি ভারতীয় ফুটবলাদের লড়াকু মনোভাব। হার লজ্জার নয়, হার গর্বের..

{link}
বৃহস্পতিবার রাতে কাতারের বিরুদ্ধে ম্যাচে একটু চেনা ছকের বাইরে দল সাজিয়েছিলেন ইগর স্তিমাচ। শুরু থেকেই ম্যাচে নিজেদের একের পর এক আক্রমন ভারতের ডিফেন্সের উপর তুলে আনতে শুরু করে কাতার। সারা ম্যাচে ৭৫ শতাংশ বল পজিশন ছিল কাতারের কাছে। ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখেন ভারতীয় খেলোয়াড় রাহুল বেকে। সেইখানে প্রথম দিকেই বেশ কিছুটা শক্তিক্ষয় ও মনোবলের আঘাত লাগে দলের। এর মাঝেই একের পর এক আক্রমন ঝড়ের মাঝে ৩৩ মিনিটে হাইতেম এর গোলে লিড করে নেয় কাতার। সারা ম্যাচে খেলাটা ছিল মূলত কাতারের আক্রমন বনাম ভারতের ডিফেন্সের। সেক্ষেত্রে খুব খারাপ খেলা প্রদর্শন করেছে ভারত বলাটা খুবই ভুল হবে। প্রতি আক্রমনে কয়েকটা সুযোগ তৈরি হলেও কাতাররের অনবদ্য ডিফেন্সের সামনে তা ব্যার্থ হয়। আর একটু চেষ্টা করলে হয়ত গোলও পেতে পারত ভারত।

{link}
ম্যাচে অনবদ্য প্রদর্শন করেছেন গোলকিপার গুরপ্রীত সিং, কাতারের বিরুদ্ধে প্রথম ম্যাচে তার হাতেই আটকে গিয়েছিল কাতারের জয়রথ। তার প্রদর্শন এই ম্যাচেও ধরে রেখেছেন তিনি। এছাড়াও ভালো খেলা প্রদর্শন করেছেন ভারতের ডিফেন্সের খেলোয়াড়রাও। আজকের ম্যাচ হারায় ভারত গ্রুপে চতুর্থ ও কাতার নিজেদের প্রথম স্থান ধরে রাখল। সবশেষে হার হারই, সামনে ভারতের বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। ওই দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করাই এখন লক্ষ্য হবে ভারতের। তবে কাতার ম্যাচের এই প্রদর্শনের পর মনোবল আরও বেশ কিছুটা বৃদ্ধি পাবে খেলোয়াড়দের। 
{ads}

India Indian football team FIFA World Cup qualifiers Qatar India vs Qatar sports football international খেলা ফুটবল ভারত কাতার

Last Updated :