header banner

বোলারদের দাপট, সেঞ্চুরিয়ানে জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

article banner

প্রথম টেস্টে জয় দিয়েই দক্ষিন আফ্রিকা সফর শুরু করল ভারতীয় দল। আবহাওয়ার চোখ রাঙানি ও বৃষ্টির জন্য একদিন নষ্ট হওয়া সত্ত্বেও বোলারদের দাপটে আজ সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের পরাস্ত করে ইতিহাস গড়ল ভারতীয় দল। টিম ইন্ডিয়ার পেস অ্যাটাক বুমরাহ, শামি, সিরাজের দুরন্ত বোলিং-এর সামনে সেইভাবে দাঁড়াতেই পারেনি দক্ষিন আফ্রিকার ব্যাটিং লাইনআপ। 

{link}
আজকে টেস্টের পঞ্চম দিনে শুরু থেকেই বজায় ছিল ভারতীয় বোলারদের দাপট। ৩০৫ রানের লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন কুইন্টন ডি-ককরা। তবে গতকাল স্কোরবোর্ডে ১০০ রানে না পৌঁছতেই চার উইকেট খুইয়ে বসে সাউথ আফ্রিকা (South Africa)। শামি, সিরাজ ও বুমরাহ-র দাপটেই আসে ভারতে কাঙ্খিত জয়। বিশেষ করে বুমরাহ যে সাউথ আফ্রিকার পিচে ঝলসে উঠবে তা অনেকাংশেই আশা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। হয়েছেও তাই, এই সিরিজেই টেস্টে দেশের বাইরে একশোর বেশি উইকেট নেওয়ার রেকর্ড ঝুলিতে পুরে ফেলেছেন তিনি। এর পাশাপাশি শেষ ইনিংসে যথাক্রমে তিনটি ও দুটি গুরুত্বপূর্ন উইকেট নিয়েছে শামি ও সিরাজ। 

{link}
আফ্রিকার মাটিতে জয় দিয়ে সিরিজ শুরু করলেও ভারতীয় টিম কে চিন্তায় রাখবে ব্যাটিং লাইন আপ। কারন মায়াঙ্ক আগরওয়াল ও কেএল রাহুল ছাড়া সেভাবে ভরসা জোগাতে পারেননি কেউ। অভিজ্ঞ পূজারা ও রাহানেও নজর কাড়তে ব্যার্থ। কোহলি ক্যাপ্টেন হিসেবে জয়ের রেকর্ড সৃষ্টি করলেও ব্যাটসমান হিসেবে যে তার সময় একদমই ভালো যাচ্ছে না, সেই কথা স্পষ্ট। আর একটি ম্যাচ জিতলেই প্রথমবার আফ্রিকার মাটিতে আফ্রিকাকে সিরজে পরাস্ত করতে সক্ষম হবে টিম কোহলি। সেই অপেক্ষাই করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। 
{ads}

news sports Jasprit Bumrah Mohammad Shami India South Africa Test 1st test result cricket international খেলা ভারত দক্ষিন আফ্রিকা

Last Updated :